বিএনপি-জামায়াতের হরতালের মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে মিছিল শেষে বাসে আগুন দেওয়ার পর স্থানীয়দের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে মোহাম্মদপুরে জাকির হোসেন রোডের একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। তার নাম আব্দুর রশিদ (৩৮)। মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আজিজুল হক সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, রশিদের পকেটে পাওয়া একটি আইডি কার্ড থেকে তার নাম ঠিকানা পাওয়া যায়। তার বাড়ি নাটোরে।
পুলিশ কর্মকর্তা আজিজুল হক বলেন, আসাদ এভিনিউয়ে মোহাম্মদপুর টাউন হল বাজারের কাছে ‘পরিস্থান পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছিলেন রশিদ। আগুন দেওয়ার পর রাস্তার লোকজন ধাওয়া দিলে সে জাকির হোসেন রোডের একটি নির্মাণাধীন ভবনের ছাদে গিয়ে ওঠে। ওই ছাদ থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে রশিদের মৃত্যু হয়।
আজিজুল হক আরও জনান, সকাল ১০টার দিকে বাসে আগুন দেওয়ার ওই ঘটনায় দুই যাত্রী দগ্ধ হন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন