বিএনপির মহাসমাবেশে হামলা, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকার পতনের একদফা দাবিতে ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিনে রাজধানীর রামপুরায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বুধবার (১ নভেম্বর) রাজধানীর রামপুরা ব্রিজ সংলগ্ন চৌরাস্তা থেকে এ মিছিল শুরু হয়। মিছিল শেষে রাস্তা অবরোধ করে রাখে নেতৃবৃন্দ। এসময় তারা অবরোধ সফল করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে স্লোগান দেন। অবৈধ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীতে দীর্ঘ সময় রাজপথ অবরোধ করে নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রদল কেন্দ্রীয় নেতা মারুফ এলাহী রনি, শ্যামল মালুম, শাহজাহান শাওন, আশিক রহমান, কাজী সামসুল হুদা, নাসরিন রহমান পপি, দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, শরিফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. আমান উল্লাহ, তারেক হাসান মামুন, নূরে আলম ভূঁইয়া ইমন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক নেতা সজীব রায়হান, তিতুমীর কলেজ ছাত্রদলের কাজী সাইফুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের সাহাবুদ্দিন ইমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের বিএম কাওসার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা ওবায়দুল্লাহ নাঈম, জাকির হোসেন নাঈম, ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সদস্য সাইফ সজীবসহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন