বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর ডাকা দ্বিতীয় ধাপের অবরোধের প্রথম দিনে রাজধানীর গেণ্ডারিয়ায় মিছিল করেছে বিএনপি।
বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বে এ মিছিলে গেণ্ডারিয়া ও সূত্রাপুর থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলের একপর্যায়ে রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করেন নেতাকর্মীরা।
মিছিলের নেতৃত্বে থাকা আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, অবরোধের সমর্থনে গেণ্ডারিয়া এলাকায় মিছিল করেছি। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। যতই হুমকি-ধমকি কিংবা নির্যাতন চলুক, আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।
মন্তব্য করুন