সরকার বিরোধীদলীয় নেতাদের কারাগারে পাঠিয়ে আন্দোলন দমাতে চাইছে বলে দাবি করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।
শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টন থেকে বিজয় নগর পানির টাংকির সামনে বিক্ষোভ কর্মসূচি পালনকালে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি।
খন্দকার লুৎফর রহমান অনতিবিলম্বে বিএপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সিনিয়র নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম), এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, নগর সভাপতি মোহাম্মদ হেসেন মোবারক, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক মো শহিনুর ইসলাম শাহিন, জাগপা নেতা আবু রায়হান প্রমুখ।
মন্তব্য করুন