কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আগামীতে যেমন হতে পারে বিএনপির কর্মসূচি

বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার শরিকরা। সরকারের পদত্যাগ, জাতীয় নির্বাচনের তপশিল বাতিল, খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে চলমান এই আন্দোলন শুরুতে জোরালোভাবে চললেও বর্তমানে অনেকটাই ঢিলেঢালা হয়ে পড়েছে।

বিএনপির বর্তমান কর্মসূচিগুলোতে সিনিয়র কোনো নেতাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। মাঠপর্যায়ের নেতাকর্মীরা এখনো বিক্ষিপ্তভাবে মিছিল-পিকেটিং করছেন। অন্যদিকে লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচির প্রভাবও কমে আসছে। এ অবস্থায় কর্মসূচিতে ভিন্নতা আনতে চায় বিএনপি। তাতে আন্দোলন আরও জোরালো হবে বলে নীতিনির্ধারকদের ধারণা।

আন্দোলনকে আরও গতিশীল করতে নানামুখী কৌশলের কথা ভাবছেন বিএনপির নীতিনির্ধারকরা। হরতাল-অবরোধের পাশাপাশি বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ করার পরিকল্পনা রয়েছে তাদের। এই মুহূর্তে সরকারের দমন-নিপীড়নের তথ্যচিত্র আন্তর্জাতিক মহলে তুলে ধরার ওপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে রাজপথে জনসম্পৃক্ততা বাড়ানোর কর্মসূচি আসবে। আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সরকারবিরোধী দল ও জোটগুলোকে এক মঞ্চে আনার কথাও ভাবছেন তারা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সারা দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা, মামলা ও নির্যাতন সত্ত্বেও নেতাকর্মীরা জীবনবাজি রেখে দৃঢ়তার সঙ্গে রাজপথে থেকে সর্বাত্মকভাবে কর্মসূচি সফল করছেন।’

বিএনপি নেতারা জানান, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তপশিল ঘোষণার পর বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোতে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল যে, কোনো কোনো নেতা নির্বাচনে অংশ নিতে পারেন। এমনকি নতুন রাজনৈতিক দলের হয়ে বিএনপি নেতাদের মনোনয়নপত্র তোলা ও জমা দিতে বাধ্য করা হতে পারে। এ ক্ষেত্রে সরকারের পক্ষে বিভিন্ন সংস্থা বিএনপি ও বিভিন্ন দলের কিছু কিছু নেতাকে টার্গেট করে নানা প্রলোভনও দেওয়া হয়েছে। তবে সরকারের সেই প্রচেষ্টা সফল হয়নি বলে মনে করেন তারা। প্রবল চাপ ও নানা প্রলোভন সত্ত্বেও হাতেগোনা কয়েকজন নির্বাচনে গেলেও বিএনপির গুরুত্বপূর্ণ কোনো নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে যাননি। ফলে এই বিষয়টি বিএনপির জন্য অনেকটা স্বস্তিদায়ক বলে দলটির নেতারা মনে করছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান কালবেলাকে বলেন, ‘গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে বিএনপিকে নিশ্চিহ্ন করতে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করা তারই অংশ। বাস্তবতা হচ্ছে, সরকার এই ১৫ বছরে ১৫ জন দূরে থাক, বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতাকেও কী তাদের দলে ভেড়াতে পেরেছে? যত চাপ বা চেষ্টাই হোক বিএনপি নেতারা দল ছেড়ে এসে নির্বাচন করবেন—এমন আশঙ্কা তাদের মধ্যে এখন আর নেই।’

গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনের মহাসমাবেশ ঘিরে সহিংসতার জেরে শীর্ষ নেতাদের গ্রেপ্তারের পর থেকে টানা অবরোধ ও হরতাল করছে তারা। বর্তমানে নবম ধাপে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সব সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এই কর্মসূচি সফল করবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

অস্ট্রেলিয়ায় উদ্ভাবিত বিশ্বের প্রথম টাইটানিয়াম হার্ট মানবদেহে প্রতিস্থাপন

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত?

২৭ জুলাই : নামাজের সময়সূচি

যে ভুলে মরতে পারে টবের গাছ

ভুয়া মুক্তিযোদ্ধার সনদে ২৪ বছর ধরে চাকরি, অতঃপর..

ঝিনাইদহে ২৪ বছর ধরে ক্রিকেট ব্যাট বানাচ্ছেন ৩ ভাই

জামালপুরে ১০ মামলায় আসামি ২৩০৫, গ্রেপ্তার ৩২

আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়

১০

যাত্রী পারাপার কমেছে আখাউড়া স্থলবন্দরে

১১

সিলেটে ৭ চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৭

১২

‘সাংবা‌দি‌কের ওপর হামলা নিঃস‌ন্দে‌হে ছাত্র‌দের কাজ নয়’

১৩

রাজশাহীতে সহিংসতার মামলায় গ্রেপ্তার ১১৬৩

১৪

ছাত্রলীগের রাজনীতি ছাড়ার ঘটনা নিয়ে সারজিসের ফেসবুক স্ট্যাটাস

১৫

তিন সমন্বয়ককে আটকের কারণ জানালেন ডিবিপ্রধান

১৬

দেশের পরিস্থিতি নিয়ে আল জাজিরাকে তথ্য প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার

১৭

পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে শ্রীলঙ্কা

১৮

ময়মনসিংহে শিক্ষার্থীর ওপর হামলা-মারধর

১৯

নাসিক কাউন্সিলর ইসরাফিল প্রধান গ্রেপ্তার

২০
X