কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকদের ন্যায্য দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সরকার : শ্রমিক দল

জাতীয়তাবাদী শ্রমিক দলের লোগো। ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী শ্রমিক দলের লোগো। ছবি : সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও একতরফা নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের শীর্ষ নেতারা।

আজ রোববার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এই মন্তব্য করেন নেতৃবৃন্দ।

শ্রমিক দলের কেন্দ্রীয় সহসভাপতি মেহেদী আলী খানকে গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানোর নিন্দা এবং মুক্তি দাবি জানিয়ে এই বিবৃতি দিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন- শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক কর্মচারী জাতীয় কনভেনশন- ২০২৩ এর প্রধান সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার, হতাহতদের ক্ষতিপূরণ, দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, আন্দোলনে গ্রেপ্তারকৃতদের মুক্তি, কর্মচ্যুতদের কাজে পুনর্বহাল ও ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে সম্মিলিত শ্রমিক পরিষদ-এসএসপি ও জাতীয়তাবাদী শ্রমিক দল গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছিল। সেখান থেকে শ্রমিক দলের কেন্দ্রীয় সহসভাপতি মেহেদী আলী খানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

তারা বলেন, ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও সর্বগ্রাসী দুর্নীতি বন্ধ, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যে দেশবাসী আজ রাজপথে নেমেছে। আর তখনই সরকার মামলা, হামলা ও গ্রেপ্তারের মাধ্যমে শ্রমিক সমাজের মাঝে ভীতি সঞ্চার করতে শ্রমিকদলের সহসভাপতি মেহেদী আলী খানকে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে শ্রমিকদের দাবি-দাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও একতরফা নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে চাচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিক দলের সহসভাপতি মেহেদী আলী খানসহ সব রাজবন্দি ও শ্রমিক নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান। অন্যথায় হামলা, মামলা ও নির্যাতনে জড়িতদের শেষ পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপুল তেলসম্পদে ভরপুর ভেনেজুয়েলার দায়িত্ব নিচ্ছে যুক্তরাষ্ট্র

হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে বাঘ

নামাজে গিয়ে প্রাণে বাঁচলেন ৩৫ ছাত্র-শিক্ষক

এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে আজ

শীতকালে শরীর গরম ও সুস্থ রাখার জন্য সেরা খাবার

নিউইয়র্কের সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে মাদুরোকে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজধানীর যেসব এলাকায় মার্কেট রোববার বন্ধ

বিভিন্ন পদে জেলা পরিষদে চাকরির সুযোগ

বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ ঘোষণা

১০

ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ ছিনতাই

১১

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত

১২

ঢাকা-১২ আসনে সাইফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা

১৩

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মিরপুর কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা

১৪

কামাল হোসেনের আরোগ্য কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

১৫

খালেদা জিয়ার ঋণ জাতি কখনও শোধ করতে পারবে না : কবীর আহমেদ 

১৬

খালেদা জিয়ার কবরে শেকৃবি বৃহত্তর বগুড়া সমিতির শ্রদ্ধাঞ্জলি

১৭

নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়কে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : বিজন সরকার

১৮

কর্পোরেট অ্যামেচার ক্রিকেট শুরু

১৯

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ

২০
X