কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫০ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ জনসমর্থন হারিয়ে দিশেহারা : ইসলামী আন্দোলন

আজ সোমবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি : কালবেলা
আজ সোমবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি : কালবেলা

স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

তিনি বলেন, আওয়ামী লীগ এখন সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। তারা দেশকে দেউলিয়া করে ফেলেছে।

আজ সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে এক বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে দুর্নীতি বন্ধ হলে দ্রব্যমূল্য ৩০ শতাংশ কমিয়ে আনা সম্ভব।

এ সময় আগামী শুক্রবার (৮ ডিসেম্বর) বাদ জুমা ঢাকায় ফের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন আশরাফ আলী আকন।

রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে নির্বাচনী তপশিল বাতিল, সকল রাজবন্দিদের মুক্তি, বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রবর্তন ও দেশ-জাতিসত্ত্বাবিরোধী অনৈসলামিক ও অবৈজ্ঞানিক শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল হয়।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি ও সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা আরিফুল ইসলাম, হাফেজ ছিদ্দিকুর রহমান, ডা. শহিদুল ইসলাম, কে এম শরিয়াতুল্লাহ, মুফতি ফরিদুল ইসলাম, হাফেজ মাকসুদুর রহমান ও মুফতি মাছউদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী সরকার দেশকে ধ্বংস করে ফেলেছে। ৭ জানুয়ারি পাতানো নির্বাচন হলে দেশ দেউলিয়া হয়ে যাবে। পোশাক খাতের রেমিট্যান্স বন্ধ হবে। শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাবে। লাখো শ্রমিক তাদের কর্ম হারিয়ে ফেলবে। পেটের দায়ে এসব শ্রমিকরা চুরি, ডাকাতি ছিনতাইয়ের পথে পা বাড়াবে। দেশে চরম অরাজকতা সৃষ্টি হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

তিনি বলেন, যে কোনো মূল্যে দেশের প্রায় ১২ কোটি ভোটার ও শান্তিকামী, মুক্তিকামী জনতা ৭ জানুয়ারির পাতানো নির্বাচন ঠেকাতে বদ্ধপরিকর।

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, তেলবাজ মন্ত্রীরা দ্রব্যমূল্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে। ৭ জানুয়ারি পাতানোর নির্বাচন করলে দেশবাসী শেখ হাসিনাকে দেশছাড়া করতে বাধ্য হবে। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে ভবিষ্যৎ প্রজন্মকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে।

তিনি বলেন, এই সিলেবাস দিয়ে মনুষ্যত্ববোধ সম্পন্ন নাগরিক গড়ে তোলা সম্ভব নয়। তিনি জাতিসত্ত্বাবিরোধী শিক্ষা কারিকুলাম বাতিল করার জোর দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকির মোড় হয়ে পুনরায় বায়তুল মোকাররম উত্তর গেটে এসে সমাপ্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন কাশিমপুর কারা কর্তৃপক্ষের

খালেদা জিয়া একটি দলের নেতা নন, দেশের নেতা : পররাষ্ট্র উপদেষ্টা

পে কমিশনের সভা নিয়ে নতুন সিদ্ধান্ত

বরিশাল-ঢাকা নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

কনকনে ঠান্ডায় শরীর গরম রাখতে খেতে পারেন এই ৩ খাবার

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার

চট্টগ্রামে পোস্টাল ভোটের নিবন্ধন ছাড়াল ৪৭ হাজার

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বুধবার ঢাকেশ্বরীতে বিশেষ প্রার্থনা

সাইফুল আলম নীরবকে বহিষ্কার করল বিএনপি

আপসহীন নেত্রীর মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া

১০

মনে হচ্ছে মাথার ওপর থেকে বটগাছ সরে গেল : জুয়েল চৌধুরী

১১

বাণিজ্যমেলার তারিখ পরিবর্তন

১২

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের শোক

১৩

এনসিপির নারী প্রার্থীকে পুড়িয়ে মারার হুমকি

১৪

হান্নান মাসউদের আসনে প্রার্থী হলেন তার বাবা

১৫

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে চলবে বিশেষ মেট্রোরেল

১৬

দুপক্ষের মধ্যে ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

১৭

খালেদা জিয়ার মৃত্যুতে মুশফিকুর রহমানের শোক প্রকাশ

১৮

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রূপালী ব্যাংক পর্ষদের দোয়া

১৯

খালেদা জিয়ার ত্যাগ রাজনীতির ইতিহাসে নজিরবিহীন : বেবী নাজনীন

২০
X