আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলাদাভাবে অংশ নিতে চায় জাতীয় পার্টি। আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন প্রয়োজন মনে করছে না দলটি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে গতকাল বুধবার রাতে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে আসন বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি। আসন বণ্টনের খুব একটা প্রয়োজনও নেই।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে মুজিবুল হক চুন্নু বলেন, গত পাঁচ বছরে উপনির্বাচন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে আমাদের অভিজ্ঞতা সুখকর নয়। এ জন্য একটা দ্বিধা এখনো রয়ে গেছে।
তিনি বলেন, বৈঠকে আমরা কোনো আসন বণ্টনের কথা বলিনি। আসন বণ্টনের খুব একটা প্রয়োজন আছে বলেও আমরা মনে করি না। আমরা মনে করি, ভোটাররা যদি ভোটকেন্দ্র আসে, ভোটাধিকার প্রয়োগ করে পারে তাহলে ’৯১ সালের মতো জাতীয় পার্টির একটা নীরব বিল্পব হয়ে যেতে পারে। গতকালের বৈঠকে আমরা আওয়ামী লীগকে বলেছি তারা যেন নির্বাচন কমিশনকে সহযোগিতা করে, যেন ভোটাররা ভোটকেন্দ্রে ফিরে আসে।
মন্তব্য করুন