আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা একাদশ দফায় দেশব্যাপী চলমান ৩৬ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীর পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিজয়নগর, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব এলাকায় এই মিছিল হয়।
মিছিলে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, সৈয়দা ফাতেমা হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সী, সুমন খান, নাসির উদ্দিন স্বপন, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন