বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী তাঁতী দল। শহীদ বুদ্ধিজীবী দিবসে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে নেতারা এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তাঁতী দলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল, গোলাপ মঞ্জু, সাখাওয়াত হোসেন আশিক ও মো. টিটু, মেহেদী কামাল, গোলাম কাওসার, জিয়া উদ্দিন, এম এ আজিজ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে কাজী মনিরুজ্জামান মনির বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সাথে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। মঈন খান বিএনপির পক্ষ থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
মন্তব্য করুন