সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা ২৪ ঘণ্টা হরতাল সফলে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে একটি মিছিল জেলার আরাবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্দুল মজিদ বিশ্বাসের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি বিশ্বাস, জেলা তাঁতী দলের সদস্য সচিব সেলিম খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মন্তব্য করুন