আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট, মহাজোট না করার কথা জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট মহাজোট করিনি। আওয়ামী লীগ কেন আসন ছেড়েছে, তারাই (আওয়ামী লীগ) ভালো বলতে পারবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দলের বনানী কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সাবেক এই প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন ছাড়ার ব্যাপারে আওয়ামী লীগ উত্তর দেবে, আমি নই। জাপা গঠনতান্ত্রিক বিরোধী দল হিসেবে সহনশীলতার ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, আমরা রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করিনি, হরতাল করিনি, কারণ হরতালের পক্ষে নই। যদিও হরতাল গণতান্ত্রিক অধিকার। সংসদে বিরোধী দল হিসেবে সরকারের দুর্নীতি, অনিয়ম, অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। সংসদে আমরা সরকারের সমালোচনা করিনি এই অপবাদ কেউ দিতে পারবে না।
আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট বা মহাজোটে নেই জানিয়ে মুজিবুল হক বলেন, ক্ষমতাসীন দলের চেয়ে বেশি আসনে আমরা প্রার্থী দিয়েছি। আমরা আসন ছাড় দিইনি। সব আসনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছি। আওয়ামী লীগ কেন আসন ছেড়েছে, তারাই ভালো বলতে পারবে।
আওয়ামী লীগের সঙ্গে কয়েক দফায় আলোচনার প্রসঙ্গে মুজিবুল হক বলেন, আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হচ্ছে, এখনও হবে। নির্বাচন অর্থবহ ও গ্রহণযোগ্য করতে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। ভোটাররা যাতে আসে, সে পরিবেশ-পরিস্থিতি তৈরির লক্ষ্যে আলোচনা হয়েছে।
বিরোধী দল হিসেবে জাপার ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, সংসদে বিরোধী দল হিসেবে সরকারের দুর্নীতি, অনিয়ম, অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। সংসদে জনগণের পক্ষে এমন কোনো কথা নেই, যা জোর গলায় আমরা বলি নাই। সরকারের আনা বিল নিয়ে কথা বলেছি।
তিনি বলেন, আমাদের চাহিদা আছে বলেই আওয়ামী লীগসহ অন্য বড় দলের পক্ষ থেকে নির্বাচনে থাকার প্রস্তাব আসে। বাংলাদেশে বর্তমান নির্বাচন ব্যবস্থায় শতভাগ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, এর বড় কারণ হলো আওয়ামী লীগ ও বিএনপি। এই দুটি দল বিভিন্ন সময়ে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে। উভয় দলই প্রমাণ করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু হয় না। এ জন্য জাপা চায় ভোটের আনুপাতিক হারে নির্বাচন।
নির্বাচনের পর জোটের সরকার গঠন সম্ভব নয় জানিয়ে চুন্নু বলেন, আমরা এককভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছি। মানুষ ভোট দিলে অনেক আসনে বিজয়ী হতে পারি।
মন্তব্য করুন