কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:৫০ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির চুন্নুর পোস্টারে লেখা ‘আওয়ামী লীগ সমর্থিত’ প্রার্থী

কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মুজিবুল হকের পক্ষে টানানো পোস্টার। ছবি : কালবেলা
কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মুজিবুল হকের পক্ষে টানানো পোস্টার। ছবি : কালবেলা

আওয়ামী লীগের সঙ্গে জোট-মহাজোট কিংবা আসন বন্টনের কথা স্বীকার না করলেও ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’ প্রার্থী হিসেবে পোস্টার করে প্রচারণা চালাচ্ছেন বিরোধী দলের অনেকেই।

বিশেষ করে যে ২৬ আসনে ক্ষমতাসীন দলের সঙ্গে জাতীয় পার্টির সমঝোতা হয়েছে, এই আসনগুলোর অনেক প্রার্থী এমন পোস্টার দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন। ভোট টানার কৌশল হিসেবে এমন পোস্টার ছাপানো হলেও এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই শুরু হয়েছে। ট্রল করছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জাপার পক্ষ থেকে ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু স্পষ্ট বলেছেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট, মহাজোট করা হয়নি। আওয়ামী লীগ কেন আসন ছেড়েছে, তারাই (আওয়ামী লীগ) ভালো বলতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন ছাড়ার ব্যাপারে আওয়ামী লীগ উত্তর দেবে, আমি নই। আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট বা মহাজোটে নেই জানিয়ে মুজিবুল হক বলেন, ক্ষমতাসীন দলের চেয়ে বেশি আসনে আমরা প্রার্থী দিয়েছি। আমরা আসন ছাড় দিইনি। সব আসনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছি। আওয়ামী লীগ কেন আসন ছেড়েছে, তারাই ভালো বলতে পারবে। তাদের জিজ্ঞাস করুন।

আওয়ামী লীগের সঙ্গে কয়েক দফায় আলোচনার প্রসঙ্গে মুজিবুল হক বলেন, ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা হচ্ছে, এখনো হবে। নির্বাচন অর্থবহ ও গ্রহণযোগ্য করতে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। ভোটাররা যাতে আসে, সে পরিবেশ-পরিস্থিতি তৈরির লক্ষ্যে আলোচনা হয়েছে।

এমন বক্তব্যের পর বৃহস্পতিবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চুন্নুর একাধিক পোস্টার ছড়িয়ে পড়ে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তারাইল) আসনের প্রার্থী তিনি। নিজের ছবি দেওয়া সাদাকালো পোস্টারে লেখা আছে, ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী বর্তমান এই সংসদ সদস্য’।

আওয়ামী লীগের সঙ্গে কোন সমঝোতা না হলে সেই দলের সমর্থিত প্রার্থী কেন পোস্টারে উল্লেখ করা হয়েছে জানতে চাইলে চুন্নু কালবেলাকে বলেন, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না।

ফেনী-৩ আসনে জাপার প্রার্থী লে. জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধুরী। তার পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের চেয়ারম্যান জি এম কাদেরের ছবি দিয়ে লেখা আছে, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী তিনি।’ ছবি : কালবেলা

এ ছাড়া ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জাপার প্রার্থী হয়েছেন বর্তমান এমপি লে. জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের চেয়ারম্যান জি এম কাদেরের ছবি দিয়ে করা পোস্টারে লেখা আছে, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী তিনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই: জামায়াত আমির

কিয়ামতের দিন যে ৫ প্রশ্নের জবাব না দিয়ে কেউ রেহাই পাবে না

গাজা নিয়ে ট্রাম্পের ২০ দফায় কী আছে, কেন তুমুল আলোচনা

ট্রলার সাজিয়ে নেচে-গেয়ে ঘরে ফিরলেন জেলেরা

ম্যাচসেরার পুরস্কার নিয়ে শরিফুলের মানবিক উদ্যোগ

ড. ইউনূসের মুখাকৃতি দিয়ে অসুর বানানোর বিষয়ে যা বললেন রিজভী

ভোটের পরিবেশ ফিরিয়ে আনবে বিএনপি : সেলিম ভূঁইয়া

ওড়িশায় ভারী বৃষ্টি, ভূমিধসে নিহত ২

আইফোন কিনতে কিডনি বিক্রি করা সেই তরুণ কেমন আছেন?

বিতর্কিত বিচারে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

১০

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

১১

যেভাবে ফিটনেস ধরে রেখেছেন আলিয়া

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু

১৩

ওমরাহর নিয়মে ব্যাপক পরিবর্তন, মানতে হবে যে ১০ বিষয়

১৪

রোজা শুরু হতে বাকি আর কত দিন, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

১৫

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না

১৬

শহীদ মিনারে ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

১৭

জুবিনের স্ত্রীর কাছে ময়নাতদন্তের রিপোর্ট, যা জানা গেল

১৮

নিষেধাজ্ঞার আগে মাওয়ায় ইলিশ খাওয়ার হিড়িক

১৯

যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিতে সমর্থন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

২০
X