দ্বাদশ সংসদ নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও সেন্ট্রাল রোড এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তারা। সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ শ্রমিকদের হাতে লিফলেট তুলে দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আক্তারুজ্জামান আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ রহমানসহ সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান, ঢাকা কলেজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ।
আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফীন, বাংলা কলেজের সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সহসাধারণ সম্পাদক ওমর ফারুক সৌরভ, তেঁজগাঁও কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আব্দুর রহমান, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা ইরফান আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
মন্তব্য করুন