জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পার্টির গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু ২০৩ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমানকে আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিমকে সদস্য সচিব করা হয়েছে।
এর আগে ১৪ জানুয়ারি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দিয়ে ঢাকা মহানগর উত্তর কমিটি বিলুপ্ত করা হয়।
মন্তব্য করুন