কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১২:৩৬ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশে জড়ো হচ্ছেন জামায়াত নেতাকর্মীরা

রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আটক নেতাকর্মীদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ডাকা সমাবেশে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা। শনিবার (১০ জুন) সকাল ১১টার পর থেকেই রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আসতে শুরু করেন তারা।

এর আগে শুক্রবার (৯ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেয়।

দলীয় সূত্রে জানা গেছে, পুলিশের অনুমতি নিয়ে তারা সর্বশেষ বিক্ষোভ মিছিল করেছিল ঢাকার মতিঝিলে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি। সে হিসাবে ১০ বছরের বেশি সময় পর ঢাকায় কর্মসূচি পালনের অনুমতি পেল জামায়াত।

এর আগে গত ৫ জুন রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছিল জামায়াত। তবে ঢাকা মহানগর পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি। পরবর্তীতে অনুমতি মেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। এদিন দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার সৈয়দ মামুন মোস্তফা গণমাধ্যমকে বলেন, ডিএমপি পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক তিন শর্তে মৌখিকভাবে অনুমতি দিয়েছেন। প্রথমত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, যানজট সৃষ্টি করা যাবে না এবং মিলনায়তনের ভেতরেই সমাবেশ করতে হবে।

এর আগে ৬ জুন বিকেলে জামায়াতের আট সদস্যের প্রতিনিধি দল মিন্টো রোডের ডিএমপি কার্যালয়ে যায়।

সেখান থেকে বেরিয়ে প্রতিনিধি দলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আবেদনটি ডিএমপির একজন উপপুলিশ কমিশনার গ্রহণ করেছেন। তিনি আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তাকে অভিহিত করেছি, জামায়াতে ইসলাম ৫ জুন বিক্ষোভ কর্মসূচির অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে কর্মদিবসের একটি কারণ দেখিয়ে অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল। তাই ১০ জুনের কর্মসূচির জন্য অনুমতি চেয়ে আবেদন করেছি। এতে পুলিশের সহযোগিতা চেয়েছি।’

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার জানান, ‘জামায়াতকে মৌখিকভাবে বলা হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতরে সমাবেশ করা যাবে। তবে লিখিত কোনো অনুমতি দেওয়া হয়নি।’

শনিবারের কর্মসূচির বিষয়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ গণমাধ্যমকে বলেন, ‘রাজনৈতিক কর্মসূচি–বিক্ষোভ সাধারণত উন্মুক্ত স্থানেই হয়। এ মুহূর্তে আমরা জনগণের দাবিগুলোকেই প্রাধান্য দিচ্ছি। আশা করি, ভবিষ্যতে প্রশাসনিক কর্মকর্তারা এ বিষয়গুলো সমন্বয় করবেন।’

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন কালবেলা অনলাইনকে জানান, দ্রব্যমূল্যের উর্ধগতিরোধ, আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ ডাকা হয়েছে। দীর্ঘদিন পর প্রশাসনিকভাবে সভা-সমাবেশের অনুমতি পেয়েছি আমরা। এর আগে গত ৫ জুন বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের অনুমতি চাইলেও দেওয়া হয়নি। অবশেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে যুবলীগ নেতা বাহাদুর গ্রেপ্তার

বড় মিছিল নিয়ে শাহবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশ

তারেক রহমানের ফিরতে বাধা নেই এটি সরকারের মুখে শুনতে চাই : গয়েশ্বর 

ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রঘাঁটিতে পাকিস্তানের পাল্টা হামলার দাবি

শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মানবসম্পদ রূপে গড়ে তোলার বিকল্প নেই’

শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি, জানাল সরকার

উত্তেজনার মধ্যে ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

সন্ধ্যা ৬টার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

নিরাপত্তার চাদরে ঢাকা তারুণ্যের সমাবেশস্থল

১০

তীব্র গরমেও জনসমুদ্র চট্টগ্রামের পলোগ্রাউন্ড

১১

কোহলি অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসবে, আশাবাদী বিসিসিআই

১২

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নতুন অভিযান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’

১৩

লঞ্চ ঘাটে তরুণীদের মারধর, সেই যুবক আটক

১৪

মিছিল নিয়ে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

১৫

ফিলিস্তিনের গাজায় ধারাবাহিকভাবে সহায়তা করছে হাফেজ্জী চ্যারিটেবল

১৬

তীব্র গরমে নগরবাসীকে ডিএনসিসি প্রশাসকের সতর্কতামূলক বার্তা

১৭

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

১৮

অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে : গণপূর্ত উপদেষ্টা

১৯

প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রামবাসী

২০
X