বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জিয়ার আদর্শে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে : জাগপা

জাতীয় গণতান্ত্রিক পার্টির নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় কথা বলেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা
জাতীয় গণতান্ত্রিক পার্টির নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় কথা বলেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেছেন, বাংলাদেশের হারানো গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করতে হলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাগপা ঢাকা মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জাগপার পক্ষ থেকে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আলোচনা সভায় খন্দকার লুৎফর রহমান বলেন, ১৯৮১ সালের এই দিনে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিক মৃত্যু হয় জিয়াউর রহমানের। তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেওয়া হয় বীরউত্তম খেতাব। পঁচাত্তরের ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালে। ১৯৭৯ সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

তিনি বলেন, বাকশালের কারণে হারিয়ে যাওয়া বহুদলীয় গণতন্ত্র তিনি পুনঃপ্রতিষ্ঠা করেন। ১৯ দফা কর্মসূচি দিয়ে মাত্র সাড়ে তিন বছরের শাসনামলেই তিনি দেশে ঘটান কৃষি বিপ্লব। এর বাইরে গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপনসহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়।

লুৎফর রহমান আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আজ জিয়াউর রহমানের মতো রাষ্ট্রপ্রধান থাকলে মিয়ানমার আমাদেরকে রক্তচক্ষু প্রদর্শনের সাহস পেত না।

তিনি বলেন, জিয়াউর রহমান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সেই সময় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। শেখ হাসিনা সেই সুযোগের অপব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণ করেছেন।

জাগপা ঢাকা মহানগর সভাপতি মো. হোসেন মোবারকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, এডভোকেট আব্দুল ওয়াহাব, আমিনুল ইসলাম বকুল, জাগপা মজদুর পার্টির আবু সুফিয়ান, অলক চৌধুরী, জাগপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন, মহানগর জাগপার সাধারণ সম্পাদক এম এ শাহিন, জাগপা নেতা জহুরুল ইসলাম, মাহবুবুর রহমান, যুব জাগপার সভাপতি আমির হোসেন আমু, যুবনেতা শেখ আকবর হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদর দপ্তরের পর্যালোচনা / ছয় মাসে ২৭ হত্যার কোনোটিই সাম্প্রদায়িক সহিংসতায় নয়

‘আঙুল তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন’

কিডনির সমস্যা আছে কি না জানবেন যেভাবে

৩ দলকে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

আসিফ মাহমুদের প্রশ্ন / ‘নৌকা’ মার্কাটা কোন বিবেচনায় শিডিউলভুক্ত করতে পাঠালেন

হাসপাতালে ঢুকে রোগীকে মারধর, চিকিৎসককে তুলে নেওয়ার হুমকি

ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা ৫ দিনের রিমান্ডে

ছাত্রদলের দুই নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা 

এনসিপির সাড়া দেখে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : হান্নান মাসউদ

জবিতে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

১০

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

১১

কেন ইমাম হুসাইনের জন্য প্রাণ দিয়েছিলেন হিন্দুরা?

১২

লিজের জমি ‘দখল’ নিতে মানববন্ধন

১৩

বৈষম্যহীন সমাজ গড়তে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করতে হবে : রুয়েট উপাচার্য

১৪

নখ-দন্তহীন উচ্চকক্ষ কোনো কাজে আসবে না : এবি পার্টি

১৫

এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ বুধবার

১৬

সরাসরি কাবার ওপর সূর্য, বিরল মহাজাগতিক ঘটনা

১৭

‘বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে’

১৮

একই অভিযোগে এনবিআরের আরও ৬ কর্মকর্তা বরখাস্ত

১৯

কুয়েটে বিধিবহির্ভূত নিয়োগ, তদন্তে ইউজিসি

২০
X