কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জিয়ার আদর্শে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে : জাগপা

জাতীয় গণতান্ত্রিক পার্টির নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় কথা বলেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা
জাতীয় গণতান্ত্রিক পার্টির নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় কথা বলেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেছেন, বাংলাদেশের হারানো গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করতে হলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাগপা ঢাকা মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জাগপার পক্ষ থেকে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আলোচনা সভায় খন্দকার লুৎফর রহমান বলেন, ১৯৮১ সালের এই দিনে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিক মৃত্যু হয় জিয়াউর রহমানের। তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেওয়া হয় বীরউত্তম খেতাব। পঁচাত্তরের ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালে। ১৯৭৯ সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

তিনি বলেন, বাকশালের কারণে হারিয়ে যাওয়া বহুদলীয় গণতন্ত্র তিনি পুনঃপ্রতিষ্ঠা করেন। ১৯ দফা কর্মসূচি দিয়ে মাত্র সাড়ে তিন বছরের শাসনামলেই তিনি দেশে ঘটান কৃষি বিপ্লব। এর বাইরে গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপনসহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়।

লুৎফর রহমান আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আজ জিয়াউর রহমানের মতো রাষ্ট্রপ্রধান থাকলে মিয়ানমার আমাদেরকে রক্তচক্ষু প্রদর্শনের সাহস পেত না।

তিনি বলেন, জিয়াউর রহমান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সেই সময় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। শেখ হাসিনা সেই সুযোগের অপব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণ করেছেন।

জাগপা ঢাকা মহানগর সভাপতি মো. হোসেন মোবারকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, এডভোকেট আব্দুল ওয়াহাব, আমিনুল ইসলাম বকুল, জাগপা মজদুর পার্টির আবু সুফিয়ান, অলক চৌধুরী, জাগপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন, মহানগর জাগপার সাধারণ সম্পাদক এম এ শাহিন, জাগপা নেতা জহুরুল ইসলাম, মাহবুবুর রহমান, যুব জাগপার সভাপতি আমির হোসেন আমু, যুবনেতা শেখ আকবর হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিন কার্ডধারীদের জন্য নতুন কড়া সতর্কতা যুক্তরাষ্ট্রের

ভারত-পাকিস্তান উত্তেজনায় অবস্থান স্পষ্ট করলে চীন

সীমিত পরিসরে ইলিশ বেচাকেনা শুরু

ধান শুকানোকে কেন্দ্র করে ভাইকে খুন

ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান বিলাওয়াল ভুট্টোর

‘নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠছি কিনা, খেয়াল রাখতে হবে’

সাবেক এমপি শেখ সুজাতের ওপর হামলা

পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ

৩৬৩ জনকে নিয়োগ দেবে ইসলামিক ফাউন্ডেশন

বগুড়ায় সাংবাদিককে বেধড়ক মারধর

১০

সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য : তারেক রহমান 

১১

ইসরায়েলে দাবানল নিয়ন্ত্রণে ফায়ারফাইটারদের লড়াই, দেখুন ছবিতে

১২

জ্বলছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের

১৩

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা

১৪

ভারতে পাকিস্তানি শিল্পীদের এখন আর খুঁজে পাওয়া যাবে না

১৫

নারীদের কাজ নিয়ে যে প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

১৬

হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৭

নুসরাতের কঠিন জবাব 

১৮

‘ভারতের সাত রাজ্য দখল’ নিয়ে ফজলুর রহমানের মন্তব্যে সরকার একমত না

১৯

চলমান উত্তেজনা নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারত-পাকিস্তানের আলাপ

২০
X