কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রস্তাবিত বাজেট দুর্নীতিকে উৎসাহিত করবে : এনডিপি

এনডিপি চেয়ারম্যান কে এম আবু তাহের। ছবি : সংগৃহীত
এনডিপি চেয়ারম্যান কে এম আবু তাহের। ছবি : সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ক্ষমতাঘনিষ্ঠদের দুর্নীতি ও লুটপাটকে আরও উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কে এম আবু তাহের।

শুক্রবার (৭ জুন) এনডিপির এক বিশেষ সভায় বাজেট প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করার জন্য রাজধানীর মালিবাগ মোড়ে এনডিপি সভাপতির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। কেএম আবু তাহেরের সভাপতিত্বে সভায় এনডিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে এনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় আবু তাহের বলেন, আওয়ামী লীগ সরকার আমলের উদ্ভ্রান্ত বাজেট শুধু দেশের অর্থনীতি ধ্বংস নয়, দুর্নীতি ও লুটপাটকে উৎসাহিত করার জন্য। কারণ, এই বাজেটে প্রকৃত আয়ের সঙ্গে যেমন ব্যয়ের সঙ্গতি নেই, তেমনি চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় কোনো দিক-নির্দেশনাও নেই।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেট একটা বাস্তবতাবিবর্জিত, মিথ্যা তথ্যে ভরপুর বাজেট। বিগত সাড়ে ১৫ বছর যাবৎ গণতন্ত্রহীন আওয়ামী দুঃশাসন, সীমাহীন দুর্নীতি, বিদেশে অর্থ পাচার দেশকে এমন এক অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক দুরবস্থায় পর্যবসিত করেছে যে, দেশ আজ এক কালো গহবরের মুখে।

এনডিপির এই চেয়ারম্যান বলেন, ২০২৪-’২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়ছে। আয়করের সর্বোচ্চ হার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হচ্ছে। আবার সরকারের অবৈধ ক্ষমতার সিপাহসালারদের অবৈধ অর্থ বৈধ করতে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে, এটা অনৈতিক ও অগ্রহণযোগ্য- যা সজ্জন করদাতা ও সৎ মানুষদের দেশের উন্নয়নে অবদান রাখতে নিরুৎসাহিত করবে।

এনডিপির মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) বলেন, কয়েক লাখ কোটি টাকার ঋণ মাথায় নিয়ে এই ডামি সরকার আড়াই লাখ কোটি টাকার ঘাটতি বাজেট প্রস্তাব করেছে, যা বিলাসিতা। কারণ, আমাদের ঋণ শুধু বাড়ছে- যা একসময় দেশকে দেউলিয়া করে ফেলতে পারে, অথচ ঋণ পরিশোধ বা ঋণ কমানোর কোনো দিকনির্দেশনা এই বাজেট প্রস্তাবনায় নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেট প্রস্তাবনার পূর্বে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল নতুন বাজেট অগ্নিমূল্যের বাজার থেকে স্বস্তি দেবে। আর মধ্যবিত্তের আশা ছিল টিসিবির ট্রাকের পেছনে মুখ লুকিয়ে আর দাঁড়াতে হবে না। বেসরকারি খাতের প্রত্যাশা ছিল ব্যবসা পরিচালনার ব্যয় কমবে, বিনিয়োগ বাড়বে। কিন্তু কিছু দুর্নীতিবাজ ছাড়া প্রায় সকল মানুষ আজ নিরাশ। তাই এককথায় বলা যায়, এই বাজেট প্রস্তাবনা উদ্ভ্রান্ত সরকারের মানুষকে বিভ্রান্তকরণের বাজেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট ২০২৪-২৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

আসুন আমাকে তুলে নিয়ে যান, ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্ট

সুন্দরবনের পর্যটনবাহী নৌযান মালিকদের ধর্মঘট প্রত্যাহার

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

টিকিট চাওয়ায় ছাত্র পরিচয়ে টিটিইকে মারধর, ভিডিও ভাইরাল

কুয়াশা ও তীব্র শীতে ক্ষতির মুখে বোরো বীজতলা, দুশ্চিন্তায় কৃষকরা

জকসু নির্বাচন:  / সিইসি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে ছাত্রশিবির 

ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে কী হবে বাংলাদেশের

১০

শীতে ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখবেন যেভাবে

১১

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ২৫, গ্রেপ্তার হাজারের বেশি

১২

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া

১৩

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৪

ইরাক যুদ্ধের সঙ্গে ভেনেজুয়েলার তুলনা করলেন ট্রাম্প

১৫

জকসু নির্বাচন : ভিপি-জিএস-এজিএসে এগিয়ে ছাত্রশিবির

১৬

শীতে আপনার সন্তানকে সুস্থ রাখবেন যেভাবে

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

১৯

বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয় : মোশাররফ

২০
X