ফুটবলের সঙ্গে আমাদের আবেগ-নস্টালজিক ভালোবাসা, নিবিড় আবিষ্টতা মিশে আছে বলেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।
রোববার (৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের স্টেপনী গ্রীন ফুটবল মাঠে ঐতিহ্যবাহী লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্টে এ কথা বলেন তিনি। এতে টাইব্রেকারে চ্যানেল এসকে ০৪-০৩ গোলে হারিয়ে ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়েছে। এতে লন্ডনে বসবাসরত সাংবাদিকদের ৬টি দল অংশগ্রহণ করে।
খেলা শেষে উৎসব মুখর পরিবেশে আয়োজন করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের। এতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালনায় এবং প্রেসিডেন্ট মো. জুবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার আলদীন।
তিনি বলেন, ফুটবল আমাদের ঐতিহ্য। ফুটবলের সঙ্গে মিশে আছে আমাদের আবেগ-নস্টালজিক ভালোবাসা, নিবিড় আবিষ্টতা। কালের পরিক্রমার নানা অভিঘাতে এই জনপ্রিয় খেলাকে অপাঙক্তেয় করে দেওয়া হয়েছে। মাতামাতি হচ্ছে ক্রিকেট নিয়ে। বাংলাদেশে তরুণ প্রজন্মের নজর ক্রিকেটের দিকে। ফুটবল ক্রমশ নানা কারণে কৌলিন্য হারাচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার কিলোমিটার দূরে এসে বাংলাদেশের জনপ্রিয় খেলাটি উপভোগ করলাম। এখানে হারিয়ে যাওয়া মোহামেডানকে পেলাম। অন্য দলগুলোর নৈপুণ্য দেখলাম মুগ্ধ হয়ে। আমরা চাইবো আগামীতে এই ফুটবল তার হৃৎ গৌরবময় স্থানে উঠে আসুক ।
টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাহার উদ্দিন এবং শাহিদুর রহমান সুহেল। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন জাকির হোসেন কয়েস। ম্যান অব দ্য ম্যাচ ফাইনাল হয়েছেন আব্দুস সোবহান। যুক্তরাজ্যে কর্মরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রতিবছর এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- ওয়ানবাংলা ইউনাইটেড, বাংলা কাগজ, চ্যানেল এস, মোহামেডান এসসি, দেশ-পত্রিকা ইউনাইটেড এবং ইউকে বাংলা লাইভ ইউনাইটেড।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে খেলার বিস্তারিত তুলে ধরা হয়। ওই দিন উপস্থিত সবার সামনে লটারির মাধ্যমে টিমগুলোকে এ এবং বি গ্রুপে ভাগ করে দেওয়া হয়। গ্রুপ এ তে ছিল- বাংলা কাগজ, ওয়ানবাংলা ইউনাইটেড ও ইউকে বাংলা লাইভ এবং গ্রুপ বিতে ছিল- দেশ-পত্রিকা ইউনাইটেড, চ্যানেল এস ও মোহামেডান এসসি।
মন্তব্য করুন