কুয়েতে মানিক মিয়া (৩৯) নামে টাঙ্গাইলের এক প্রবাসী ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট বানাতে সিরিয়াল দিয়ে অপেক্ষারত অবস্থায় হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
নিহত প্রবাসী টাঙ্গাইল জেলার দেলদোয়ার উপজেলার আব্দুল গফুরের ছেলে। নিহতের ছোট ভাই হাসান মাহমুদু (ফারুক) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফারুক বলেন, আমার বড় ভাই দীর্ঘ সাত বছর কুয়েতে আছেন। সকালে দূতাবাসে পাসপোর্ট বানাতে গিয়েছিল।
দূতাবাস সূত্রে জানা যায়, প্রবাসী অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে জরুরিভিত্তিতে অ্যাম্বুলেন্স কল করে নার্সসহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইতিমধ্যে নিহতের লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানো হবে ।
মন্তব্য করুন