ইতালিতে পবিত্র রোজা পালন শুরু করেছেন মুসলমানরা। সোমবার (১১ মার্চ) থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের এ বিধানটি পালন করা হচ্ছে। এর আগে রোববার (১০ মার্চ ) সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় দেশটির প্রবাসীরা তারাবির নামাজ পড়েন। পরে সেহরি খান তারা।
ইউরোপের দেশগুলোতে থাকা মুসলমানরা সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সিয়াম সাধনা শুরু করেন। প্রবাসী বাংলাদেশিরাও এ রীতি পালন করেন।
ইতালির বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় মসজিদে তারাবি নামাজ আদায় করেন। এ সময় বাঙালি কমিউনিটিতে মিলনমেলার অনুভূতি তৈরি হয়। এদিকে ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। এখানেও দেশীয় সংস্কৃতির ছোঁয়া রাখার চেষ্টা চলছে।
প্রবাসী বাংলাদেশিরা বলছেন ,দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান মাস ফিরে এসেছে। সারা বিশ্বে মুসলমানদের কাছে সংযম, আত্মশুদ্ধি, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সওগাত নিয়ে ফিরে এসেছে মাসটি। এ মাসে আল্লাহর ইবাদতে যথাসাধ্য মশগুল থাকার চেষ্টা করবেন তারা।
মন্তব্য করুন