দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর কুয়েতে উদযাপন হলো মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বুধবার (১০ এপ্রিল) ভোর ৫টা ৪৩ মিনিটে কুয়েতের সব মসজিদ ও ঈদগাহ ময়দানে একযোগে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা।
স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসীরাও খুব ভোরে ঘুম থেকে উঠে সাজসজ্জা নিয়ে ঈদগাহে রওনা দেন। হাসাবিয়া, জাহারা, ফরওয়ানিয়া, কুয়েত সিটি, মাহবুল্লাহসহ এবার কুয়েতে ২০টি মসজিদে বাংলা খুতবা দেন বাংলাদেশি খতিবরা।
বাংলাদেশ-অধ্যুষিত হাসাবিয়া বড় মসজিদে বিপুলসংখ্যক বাংলাদেশি ঈদের নামাজে অংশ নেন। এ ছাড়া বাংলা খুতবায় সবচেয়ে বড় ঈদের জামাত হয় কুয়েত সিটির সালেহ আল ফুদালা মসজিদে। নামাজ শেষে প্রবাসীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিবার ছাড়া প্রবাসে ঈদ আনন্দ নেই বললেই চলে। নামাজ শেষে বাসায় এসে পরিবারের সঙ্গে কথা বলে ঘুম দেওয়া ছাড়া কিছুই থাকে না। তারপরও কেউ কিছুটা আনন্দ নিতে বিকালে অনেকই বেরিয়ে পড়ে সাগরপাড়ে ঘোরার জন্য। অনেকের ঈদ এর দিনে ডিউটি থাকায় সেটিও সম্ভব হয়ে ওঠে না। প্রবাসে রুমমেট সবচেয়ে আপনজন।
মন্তব্য করুন