

সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হবে ২০২৪ সালের ১২ মার্চ (মঙ্গলবার)। যা শেষ হতে পারে ৯ এপ্রিল। দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) থেকে এ তথ্য জানানো হয়।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয়, বাংলাদেশে সাধারণত তার পরের দিন শুরু হয়। সেই হিসাবে, বাংলাদেশে আগামী ১৩ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। সেক্ষেত্রে ঈদুল ফিতর উদযাপিত হবে ১১ এপ্রিল। তবে সবকিছু চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
জানা গেছে, এবার রমজান মাস ২৯ দিনে শেষ হবে বলে আশা করা হচ্ছে। সেটি হলে আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ১০ এপ্রিল।
মন্তব্য করুন