স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব ইস্যুতে বিসিবির সামনে দুই প্রশ্ন

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের জেরে গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। গত সোমবার (৫ জুলাই) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছাড়েন দেশ। আওয়ামী লীগের অন্যান্য সংসদ সদস্যদের মতো ক্ষোভের শিকার হয়েছেন সাকিব আল হাসানও। তার দেশে ফেরা অনিশ্চয়তার সঙ্গে সঙ্গে যোগ হয়েছে জাতীয় দলে সুযোগ পাওয়ার প্রশ্ন।

বুধবার (৭ জুলাই) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়োমে সাকিব ইস্যুতে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা ম্যানেজার শাহরিয়ার নাফীস।

তিনি বলেন, ‘সাকিব আল হাসানের ১২ আগস্ট পর্যন্ত এনওসি আছে। ওনার ১৩ আগস্ট দেশে আসার কথা, আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজকে ৭ আগস্ট তার আরও দুই তিনটা খেলা রয়েছে। তার সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব।’

এ সময় তিনি আরও বলেন, ‘গতকালকে (মঙ্গলবার) রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন সংসদ সদস্য নন। উনি একজন ক্রিকেটারই রয়েছেন। প্রত্যেকটা মানুষেরই নিরাপত্তার ব্যাপার রয়েছে তো আমরা যেহেতু তার ১২ আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে। তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমের জয়েন করার কথা। সিলেকশন প্যানেল কিন্তু এখনো বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন সে যদি টিমে থাকে তখন একরকম যখন টিমে না থাকবে তখন তো তার এনওসি লাগছে না।’

এ সময় শাহরিয়ার নাফীস দুটি প্রশ্ন তোলেন, ‘একটা প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান অ্যাভেলাবল আছেন কি না আরেকটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কি না। আমার মনে হয় সামগ্রিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। ওটার ওপর ডিপেন্ড করে আমরা আমাদের এক্টিভিটিস আছে সেভাবে পরিচালনা করব।’

বিদেশি কোচদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মনে করেন তিনি, ‘বাংলাদেশ ক্রিকেট দলের যে সাপোর্ট স্টাফ, গত ১ আগস্ট থেকেই তারা সবাই দেশে (ঢাকায়) আছেন। তারা অনুশীলন শুরুর অপেক্ষায় আছেন। আমরা যদি অনুশীলন শুরু করতে পারি, তাহলে তারা অবশ্যই অনুশীলনে থাকবেন।’

পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ দলের অনুশীলন নিয়ে নাফীস বলেন, আলহামদুলিল্লাহ আজকে আমরা ‘এ’ দলের অনুশীলন শুরু করতে পেরেছি। গত ৩-৪ দিনের অবস্থার কারণে আমাদের ফ্যাসিলিটিজের কী অবস্থা সেটাও আমরা বুঝতে পারছিলাম না। মাঠকর্মীরা নিয়মিত কাজ করতে পারছিলেন না। আজকে এসে দেখেছি মাঠকর্মীরা সব প্রস্তুত রেখেছেন। তাই ‘এ’ দলের অনুশীলন শুরু করতে পেরেছি। আশা করি, আগামীকাল (বৃহস্পতিবার) জাতীয় দলের অনুশীলনও শুরু করতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

‘বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন ভারতীয় কূটনীতিক’

কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

রাজধানীতে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন

নতুন বছরে জ্বালানি তেলের দাম কমলো

ডা. তাহেরের চেয়ে স্ত্রীর সম্পদ ৫ গুণ বেশি

‘খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না’

নতুন বছরে সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব : প্রধান উপদেষ্টা

তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যু / সমবেদনা জানাতে বাংলাদেশ হাইকমিশনে যাচ্ছেন রাজনাথ

১০

নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীতে ফোটানো হচ্ছে আতশবাজি-পটকা-ফানুস

১১

আপনার নেতৃত্ব ভারত-বাংলাদেশের অংশীদারত্বে ‘নতুন সূচনা’ নিশ্চিত করবে

১২

জুলাই আন্দোলনের ১৭ মাস পর মামলা, আসামি ১২০

১৩

বিশ্বরঙে চলছে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ৩০ বছর আগের স্মৃতিতে কাতর স্কুলশিক্ষক

১৫

রয়টার্সকে সাক্ষাৎকার / ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠক হয় জামায়াত আমিরের

১৬

এনসিপির ইসি গ্রুপ থেকে বের করার পর পদত্যাগ খালেদ সাইফুল্লাহর

১৭

লস অ্যাঞ্জেলসে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

১৮

তারেক রহমানকে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা

১৯

এনবিআরের ১৭ কমিশনারকে একযোগে বদলি

২০
X