স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব ইস্যুতে বিসিবির সামনে দুই প্রশ্ন

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের জেরে গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। গত সোমবার (৫ জুলাই) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছাড়েন দেশ। আওয়ামী লীগের অন্যান্য সংসদ সদস্যদের মতো ক্ষোভের শিকার হয়েছেন সাকিব আল হাসানও। তার দেশে ফেরা অনিশ্চয়তার সঙ্গে সঙ্গে যোগ হয়েছে জাতীয় দলে সুযোগ পাওয়ার প্রশ্ন।

বুধবার (৭ জুলাই) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়োমে সাকিব ইস্যুতে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা ম্যানেজার শাহরিয়ার নাফীস।

তিনি বলেন, ‘সাকিব আল হাসানের ১২ আগস্ট পর্যন্ত এনওসি আছে। ওনার ১৩ আগস্ট দেশে আসার কথা, আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজকে ৭ আগস্ট তার আরও দুই তিনটা খেলা রয়েছে। তার সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব।’

এ সময় তিনি আরও বলেন, ‘গতকালকে (মঙ্গলবার) রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন সংসদ সদস্য নন। উনি একজন ক্রিকেটারই রয়েছেন। প্রত্যেকটা মানুষেরই নিরাপত্তার ব্যাপার রয়েছে তো আমরা যেহেতু তার ১২ আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে। তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমের জয়েন করার কথা। সিলেকশন প্যানেল কিন্তু এখনো বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন সে যদি টিমে থাকে তখন একরকম যখন টিমে না থাকবে তখন তো তার এনওসি লাগছে না।’

এ সময় শাহরিয়ার নাফীস দুটি প্রশ্ন তোলেন, ‘একটা প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান অ্যাভেলাবল আছেন কি না আরেকটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কি না। আমার মনে হয় সামগ্রিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। ওটার ওপর ডিপেন্ড করে আমরা আমাদের এক্টিভিটিস আছে সেভাবে পরিচালনা করব।’

বিদেশি কোচদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মনে করেন তিনি, ‘বাংলাদেশ ক্রিকেট দলের যে সাপোর্ট স্টাফ, গত ১ আগস্ট থেকেই তারা সবাই দেশে (ঢাকায়) আছেন। তারা অনুশীলন শুরুর অপেক্ষায় আছেন। আমরা যদি অনুশীলন শুরু করতে পারি, তাহলে তারা অবশ্যই অনুশীলনে থাকবেন।’

পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ দলের অনুশীলন নিয়ে নাফীস বলেন, আলহামদুলিল্লাহ আজকে আমরা ‘এ’ দলের অনুশীলন শুরু করতে পেরেছি। গত ৩-৪ দিনের অবস্থার কারণে আমাদের ফ্যাসিলিটিজের কী অবস্থা সেটাও আমরা বুঝতে পারছিলাম না। মাঠকর্মীরা নিয়মিত কাজ করতে পারছিলেন না। আজকে এসে দেখেছি মাঠকর্মীরা সব প্রস্তুত রেখেছেন। তাই ‘এ’ দলের অনুশীলন শুরু করতে পেরেছি। আশা করি, আগামীকাল (বৃহস্পতিবার) জাতীয় দলের অনুশীলনও শুরু করতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেন ইশরাক

বারডেমে বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি, স্বল্পমূল্যে মানসম্মত ওষুধের প্রতিশ্রুতি

খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত

‘গণতান্ত্রিক উত্তরণের লড়াই বারবার হোঁচট খাচ্ছে’  

দেশের ক্রান্তিকাল কাটাতে মুক্তিযুদ্ধের চেতনায় ফেরার আহ্বান সালামের

এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবুর রশিদ হাবিবের

তারেক রহমানের প্রত্যাবর্তনে সকল অপশক্তি পরাস্ত হবে : ইশরাক

পেশাজীবীদের সর্বাত্মক সহযোগিতো চাইলেন তারেক রহমান

দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত

‌‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’

১০

ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩

১১

ইসলামিক রিয়ালিটি শো ‘পুষ্টি ভার্সেস অফ লাইট- সিজন ২’ এর আনুষ্ঠানিক ঘোষণা 

১২

লন্ডনে তারেক রহমানের জনসভা ১৬ ডিসেম্বর

১৩

আইপিএলের মক নিলামে ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব

১৪

রোগী দেখার সময় চিকিৎসকের গেম খেলা, তদন্তে হাসপাতালে দুদক

১৫

চাঁদপুরে ২ জনের মরদেহ উদ্ধার

১৬

সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ

১৭

শান্তিরক্ষী মিশনে সুদানে ড্রোন হামলায় আহত ঘিওরের চুমকি

১৮

ছাত্ররাই হানাদার-স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করেছে : হান্নান মাসউদ

১৯

চট্টগ্রামে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা, বেকারি বন্ধ

২০
X