স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

চলতি বছর সব টেস্ট খেলবেন সাকিব

গাজী আশরাফ হোসেন লিপু। ছবি : সংগৃহীত
গাজী আশরাফ হোসেন লিপু। ছবি : সংগৃহীত

ক্ষমতার পালা বদলে অন্য অনেক সংসদ সদস্যের মতো খানিকটা বিপদেই আছেন সাকিব আল হাসান। তার দেশে ফেরা অনেকটা অনিশ্চিত। তবে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, রাজনৈতিক কারণে নয় মেধা আর পারফরম্যান্সের ভিত্তিতেই জাতীয় দলে রাখা হয়েছে তাকে। শুধু তাই নয়, পারফরম্যান্স ঠিক থাকলে চলতি বছর সব টেস্ট খেলবেন সাকিব।

এ বছর বাংলাদেশকে খেলতে হবে ৮টি টেস্ট। এর প্রথম দুই টেস্টের জন্য সোমবার (১২ আগস্ট) বিকালে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। মিরপুরে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক বলেন, ‘সাকিবের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। গত মাসেও ছিল, এ মাসেও আছে। এটা একটা প্রক্রিয়া। তার পারফরম্যান্সের আলোকেই যাচ্ছে। পারফরম্যান্স দিয়েই যাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড- সব মিলিয়েই তিনি দলে আছেন।’

এ সময় তিনি আরও বলেন, ‘সম্ভবত জুলাইয়ের শেষ দিকে সাকিবের সঙ্গে অনেক দিন পর আমার কথা হয়। তার খোঁজখবর নেই। ৬-৭ তারিখের দিকে আবার কথা হয়। জিম্বাবুয়ে সিরিজের সময় তার সঙ্গে আমাদের সভা হয়েছিল। কারণ সামনে অনেকগুলো টেস্ট, সেখানে তাকে পাওয়া নিয়ে কথা হয়েছিল। তখন তিনি আশ্বস্ত করেছিলেন। এ পরিস্থিতিতে আবার আমাকে এটা জানতে হয়েছে। শুধু ফোন না, ই-মেইলও আদান-প্রদান হয়েছে- তিনি অ্যাভেইলেবল থাকবেন কিনা। অ্যাভেইলেবলের পাশাপাশি প্রত্যেক সিরিজের আগে যে অনুশীলন সেশন হয় সেখানে তিনি থাকবেন কিনা সেটাও জানার বিষয় ছিল।’

তার চলতি বছরের সব টেস্ট খেলার নিশ্চয়তা দিয়েছেন গাজী আশরাফ, ‘৮টি টেস্ট ম্যাচ হবে যেটা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ হবে ডিসেম্বরে। সব টেস্টে তিনি অ্যাভেইলেবল থাকবেন। তিনি নিয়মিত অনুশীলন সেশনেও থাকবেন। হ্যাঁ, অনুশীলন সেশনে সব খেলোয়াড়, বিদেশি কর্মকর্তাদের নিরাপত্তা ইস্যু থাকে। এটা নিশ্চিত করতে হবে। নির্বাচনের ক্ষেত্রে আমরাও ভেবেছি, অনেক ইস্যু ছিল। খেলার বাইরে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার নির্বাচন হয়েছে তার খেলার মেধার ক্ষেত্রে। তার মেধার জায়গাটাকে সমুন্নত রেখেছি। আগামীতেও আমি মনে করি মেধাটাকে গুরুত্ব দিতে পারব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X