স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গতদের সহায়তায় ঐক্যের আহ্বান তামিমের

সবাইকে বন্যায় ক্ষতিগ্রস্থদের বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তামিম। ছবি : সংগৃহীত
সবাইকে বন্যায় ক্ষতিগ্রস্থদের বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তামিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বেশ কিছু অঞ্চল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে, বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় তা ভয়াবহ আকার নিয়েছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়ের সন্ধানে রয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এরই মধ্যে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশের এই ক্রান্তিলগ্নে পুরো দেশের মানুষ সাহায্যে এগিয়ে এসেছে।

দেশের এই দুর্যোগের সময়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সব ভেদাভেদ ভুলে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। দেশ সেরা এই ওপেনার তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘বন্যার আঘাতে দেশের বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কঠিন সময়ে আমাদের সবার কর্তব্য একে অপরের পাশে দাঁড়ানো, সহায়তার হাত বাড়ানো। ব্যক্তিগত মতপার্থক্য এখন গুরুত্বপূর্ণ নয়। মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তামিম নিজেও দায়িত্ব পালন করছেন বলে জানান, এবং বিভিন্ন বিশ্বস্ত সংস্থার মাধ্যমে বন্যার্তদের জন্য সহায়তা পাঠিয়েছেন। তিনি বলেন, ‘আমি নিজের সাধ্যমতো চেষ্টা করছি এবং আরও করব। যারা মাঠপর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমাদের দেশ অনেক দুর্যোগের মধ্য দিয়েই মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এবারও একসঙ্গে কাজ করব এবং মানুষকে নিরাপদে রাখব।’

এদিকে, বাংলাদেশ সেনাবাহিনী বন্যাদুর্গত এলাকায় সহায়তা কার্যক্রম শুরু করেছে এবং অনেক স্বেচ্ছাসেবক ত্রাণ ও আর্থিক অনুদান দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ইতিমধ্যে হটলাইন নম্বরও চালু হয়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে নৌকাসহ উদ্ধারকর্মীরা দুর্গত এলাকায় পৌঁছাচ্ছেন।

তামিম বিশেষভাবে সতর্ক করেন যে বন্যার তাৎক্ষণিক ধাক্কা কাটিয়ে ওঠার পরও দীর্ঘমেয়াদী সহায়তা প্রয়োজন হবে। তিনি বলেন, ‘পানি নেমে যাওয়ার পরও দুর্যোগের প্রভাব থেকে বাঁচতে পর্যাপ্ত খাদ্য, ওষুধ, বাসস্থান ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করতে হবে। আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে, যাতে বন্যাদুর্গত মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।’

তামিমের এই বার্তা সবার মাঝে সাড়া ফেলেছে, যেখানে একতা ও সহানুভূতির মাধ্যমে দেশের সংকট মোকাবিলার আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X