স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০১:১৯ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শেষ দিনে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ

উইকেটের পর টাইগার খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেটের পর টাইগার খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জয় আছে বেশ কয়েকটি বড় দেশের বিপক্ষে তবে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৩ দেখায় কোনো জয় নেই টাইগারদের। এর মধ্যে ১২টি টেস্টই হারতে হয়েছে; তবে ১৪ নম্বর টেস্টে এসে দিগন্তে জয় দেখছে নাজমুল হোসেন শান্তর দল।

রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিন রোমাঞ্চ নিয়ে এসেছে। সাকিব-মিরাজের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। এখনো বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে ৯ রান দূরে বাবর-রিজওয়ানরা।

বাংলাদেশ পিন্ডি টেস্টে দারুণ বোলিংয়ের মাধ্যমে পাকিস্তানকে চাপে ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। টেস্টের পঞ্চম দিনে বাবর আজমের মতো বড় ব্যাটারদের দ্রুত ফেরানোয় বাংলাদেশ এগিয়ে আছে।

পঞ্চম দিনের সকালে বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ দ্বিতীয় ওভারেই শান মাসুদকে আউট করেন। যদিও প্রথমে আম্পায়ার আউট দেননি, তবে রিভিউ নিয়ে আউটের সিদ্ধান্ত নিশ্চিত করে বাংলাদেশ।

এরপর শরীফুল ইসলামের বলে বাবর আজমের কঠিন ক্যাচ ফেলেন লিটন দাস, যা দিয়ে পাকিস্তানের সবচেয়ে বড় ব্যাটিং অস্ত্রকে আরও একবার জীবনদান করা হয়।

তবে বাবরের সেই জীবন বেশিক্ষণ টিকেনি। নাহিদ রানার বলে বোল্ড হয়ে তিনি ২২ রানে আউট হন। এতে প্রথম ইনিংসে ‘ডাক’ মারার পর দ্বিতীয় ইনিংসে খুব একটা প্রভাব ফেলতে পারেননি বাবর।

তার বিদায় ঘটার পরের ওভারেই সাকিব আল হাসানের বলে সৌদ শাকিল স্টাম্পড হয়ে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন।

তখন পাকিস্তান ৬৭ রানে ৪ উইকেট হারায়। তবে এরপর মনে হচ্ছিল রিজওয়ান ও আবদুল্লাহ শফিক ম্যাচে পাকিস্তানকে ফেরত আনবে। দুই ব্যাটারের ৩৭ রানের জুটি ভাঙেন সাকিব। তার বলে ৩৭ রানে আউট হয়ে ফেরেন শফিক।

পরের ওভারেই মিরাজের বলে ডাক মারেন সালমান আঘা। প্রথম সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ১০৮ রান। ফলে, তারা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে পিছিয়ে আছে।

এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৪৪৮ রান সংগ্রহ করে, তবে বাংলাদেশ সেই স্কোর পেরিয়ে ৫৬৫ রান তোলে। এতে বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নেয়, যা তাদের শক্ত অবস্থানে নিয়ে যায়।

এই অবস্থায় ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই বলা যায়। এখন দেখা যাক কাঙ্ক্ষিত সেই প্রথম জয়ের দেখা টাইগাররা পায় কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X