বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত প্রথম টেস্টের আগে বাদ পড়াদের ফেরানো হয়েছে নতুন ঘোষিত স্কোয়াডে।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে ১০ উইকেটের বড় হারে, ২ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৩০ আগস্ট। এই টেস্টের জন্য পাকিস্তান স্কোয়াডে ফেরানো হয়েছে স্পিনার আবরার আহমেদ, ব্যাটার কামরান গুলাম ও পেস বোলিং অলরাউন্ডার আমের জামালকে।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের জন্য কামরান ও আবরারকে ফেরত পাঠানো হয় পাকিস্তান শাহিনসে। অন্য দিকে ইনজুরির কারণে বাদ দেওয়া হয় জামালকে। প্রথম টেস্টের আগে পুরোপুরি সেরে না ওঠায় বাদ দেওয়া হয় পাকিস্তান স্কোয়াড থেকে।
তাকে ফেরানো হয়েছে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে। এদিকে প্রথম টেস্ট চলাকালে বাবা হওয়ার সুখবর পান শাহিন শাহ আফ্রিদি। গুঞ্জন রয়েছে দ্বিতীয় টেস্টে নাও খেলতে পারেন বাঁহাতি এ ফাস্ট বোলার। তবে ছুটি শেষ করে আবারও দলের যোগ সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তান স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহঅধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, আবরার আহমেদ, কামরান গুলাম, মির হামজা, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হুরাইরা, নাসিম শাহ, সাইম আইয়ুব, সরফরাজ আহমেদ, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি ও আমের জামাল।
মন্তব্য করুন