স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৭:০৭ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কোহলির টেস্ট পরিসংখ্যান নিয়ে ভারতীয়দের ভনের খোঁচা

বিরাট কোহলি (বাঁয়ে)  ও মাইকেল ভন (ডানে)। ছবি : সংগৃহীত
বিরাট কোহলি (বাঁয়ে) ও মাইকেল ভন (ডানে)। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মাইকেল ভন জো রুট এবং বিরাট কোহলির টেস্ট ক্যারিয়ারের তুলনা করে ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন। ভনের এই পরিসংখ্যান বিশ্লেষণ কোহলির বিশাল ভক্তকূলকে উসকে দিয়েছে, কারণ পরিসংখ্যান বলছে যে, টেস্টে রুট অনেকগুলো ক্ষেত্রে কোহলির চেয়ে এগিয়ে রয়েছে।

ইংল্যান্ডের সেরা ব্যাটার জো রুট শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আবারও তার প্রতিভা দেখান। ইংল্যান্ড যখন ৪ উইকেট হারিয়ে ১৩০ রানে ধুঁকছিল, তখন রুট দলকে তুলে নিয়ে দিন শেষে তাদের ৩৫৮/৭ পর্যন্ত নিয়ে যান। এদিন তিনি তার ৩৩তম টেস্ট সেঞ্চুরি করেন, যা তাকে ইংল্যান্ডের ইতিহাসে আলিস্টার কুকের সঙ্গে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির রেকর্ডে যৌথ সঙ্গী করে।

বর্তমান সময়ে তিনি টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির অধিকারী ব্যাটসম্যান, যার সংখ্যা স্টিভ স্মিথ (৩২), কেন উইলিয়ামসন (৩২) এবং বিরাট কোহলির (২৯) থেকেও বেশি।

যদিও কোহলি ওডিআইতে সেঞ্চুরির শীর্ষে রয়েছেন তবে টেস্টে তার পারফরম্যান্স কিছুটা কমতির দিকেই। সেঞ্চুরির দিক দিয়ে তিনি তার সমসাময়িক ‘ফ্যাব ফোর’-এর মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছেন। টেস্ট শতকেও তিনি পিছিয়ে রয়েছেন, তবে তিনি ‘ফ্যাব ফোর’ মধ্যে দ্বিতীয় সর্বাধিক টেস্ট খেলেছেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তার পারফরম্যান্সে একটানা নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে।

রুট, যিনি কোহলির চেয়ে প্রায় এক বছর পর অভিষেক করেও পরিসংখ্যানে এখন অনেকক্ষেত্রে কোহলির চেয়ে ভালো অবস্থানে আছেন। ভনের বিশ্লেষণ অনুযায়ী, রুট এখন পর্যন্ত ৩১টি বেশি টেস্ট খেলেছেন এবং কোহলির চেয়ে ৭২টি বেশি ইনিংসে ব্যাট করেছেন। বর্তমানে রুট ১২,১৩১ রান করেছেন, যা কোহলির ৮,৮৪৮ রান থেকে প্রায় ৩,২৯০ রান বেশি। এছাড়াও, রুটের গড় ৫০.৩৩, যা কোহলির ৪৯.১৫ গড়ের চেয়ে একটু বেশি।

স্ট্রাইক রেটের দিক দিয়েও রুট সামান্য এগিয়ে রয়েছেন – ৫৬.৭০ বনাম কোহলির ৫৫.৫৬। অর্ধশতক এবং ছক্কার পরিসংখ্যানেও রুট এগিয়ে আছেন, যথাক্রমে ৬৪টি এবং ৪৪টি ছক্কা, যেখানে কোহলির ৩০টি অর্ধশতক এবং ২৪টি ছক্কা রয়েছে।

অনেকদিন ধরে কোহলি এবং রুট ঘাড়ে ঘাড় মিলিয়ে চলছিলেন, তবে কোহলির গত ১৬ মাসের দুর্দশার কারণে তার রান সংখ্যা অনেক কমে যায়। এই সময়ে রুট, স্মিথ এবং উইলিয়ামসন নিয়মিত সেঞ্চুরি করায় তারা কোহলির চেয়ে এগিয়ে যায়।

কোহলির সাম্প্রতিক ফর্মের কারণে তিনি এখন ফ্যাব ফোরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন, যেখানে স্মিথ দ্বিতীয় স্থানে রয়েছেন ৯,৬৮৫ রান নিয়ে। উইলিয়ামসন কিছুটা পেছনে, ৮,৭৪৩ রান নিয়ে, যা কোহলির থেকে সামান্য কম।

তবুও, কোহলি সীমিত ওভারের ক্রিকেটে এখনও তার রাজত্ব বজায় রেখেছেন এবং তার ভক্তরা তার টেস্ট ক্যারিয়ারে আবারও ফর্মে ফেরার আশা করছেন।

ভনের এই তুলনা ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং এটি আলোচনার জন্ম দিয়েছে যে, কোহলি কি রুটের সঙ্গে ব্যবধান কমাতে পারবেন কিনা, কারণ তাদের দুর্দান্ত ক্যারিয়ার এখনো চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল বাদে বাকি সবার ব্যর্থতার গল্প

রাত ১০টার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না থাকার নির্দেশ

প্রশাসনে ৫ বড় পদে রদবদল

সাবেক সিইসি নুরুল হুদার জামিন মেলেনি

সাজানো অভিযান / কলাবাগান থানায় সাবেক ওসির বিরুদ্ধে মামলা

মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট মারামারি করে : আসিফ নজরুল

গবেষণায় উৎকর্ষতার স্বীকৃতি পেলেন আইইউবিএটির শিক্ষার্থীরা

তাসকিনের তাণ্ডবের পরেও লঙ্কানদের লড়াকু সংগ্রহ

ইউলাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

কিছু রাজনৈতিক দল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে : দুদু

১০

কম্পিউটার সমিতির সভাপতি জহিরুলকে সনির শুভেচ্ছা

১১

শেখ রেহানার স্বামী-দেবরের জমিসহ ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ

১২

ছাত্রদলের অনুষ্ঠানে শিক্ষার্থীদের থাকতে অধ্যক্ষের নোটিশ

১৩

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরও ৪১৬ জন

১৪

এনবিআরের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

১৬

সৌদিকে লিখিত বার্তা দিল ইরান

১৭

পরবর্তী জন্মে প্রিয়াংকার স্বামী হতে চান শাহরুখ খান

১৮

সেই সহকারী সচিব তাবাসসুম চাকরিচ্যুত

১৯

চট্টগ্রামে ডিআইজি কার্যালয়ের সামনে এনসিপি ও বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

২০
X