স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৭:০৭ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কোহলির টেস্ট পরিসংখ্যান নিয়ে ভারতীয়দের ভনের খোঁচা

বিরাট কোহলি (বাঁয়ে)  ও মাইকেল ভন (ডানে)। ছবি : সংগৃহীত
বিরাট কোহলি (বাঁয়ে) ও মাইকেল ভন (ডানে)। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মাইকেল ভন জো রুট এবং বিরাট কোহলির টেস্ট ক্যারিয়ারের তুলনা করে ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন। ভনের এই পরিসংখ্যান বিশ্লেষণ কোহলির বিশাল ভক্তকূলকে উসকে দিয়েছে, কারণ পরিসংখ্যান বলছে যে, টেস্টে রুট অনেকগুলো ক্ষেত্রে কোহলির চেয়ে এগিয়ে রয়েছে।

ইংল্যান্ডের সেরা ব্যাটার জো রুট শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আবারও তার প্রতিভা দেখান। ইংল্যান্ড যখন ৪ উইকেট হারিয়ে ১৩০ রানে ধুঁকছিল, তখন রুট দলকে তুলে নিয়ে দিন শেষে তাদের ৩৫৮/৭ পর্যন্ত নিয়ে যান। এদিন তিনি তার ৩৩তম টেস্ট সেঞ্চুরি করেন, যা তাকে ইংল্যান্ডের ইতিহাসে আলিস্টার কুকের সঙ্গে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির রেকর্ডে যৌথ সঙ্গী করে।

বর্তমান সময়ে তিনি টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির অধিকারী ব্যাটসম্যান, যার সংখ্যা স্টিভ স্মিথ (৩২), কেন উইলিয়ামসন (৩২) এবং বিরাট কোহলির (২৯) থেকেও বেশি।

যদিও কোহলি ওডিআইতে সেঞ্চুরির শীর্ষে রয়েছেন তবে টেস্টে তার পারফরম্যান্স কিছুটা কমতির দিকেই। সেঞ্চুরির দিক দিয়ে তিনি তার সমসাময়িক ‘ফ্যাব ফোর’-এর মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছেন। টেস্ট শতকেও তিনি পিছিয়ে রয়েছেন, তবে তিনি ‘ফ্যাব ফোর’ মধ্যে দ্বিতীয় সর্বাধিক টেস্ট খেলেছেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তার পারফরম্যান্সে একটানা নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে।

রুট, যিনি কোহলির চেয়ে প্রায় এক বছর পর অভিষেক করেও পরিসংখ্যানে এখন অনেকক্ষেত্রে কোহলির চেয়ে ভালো অবস্থানে আছেন। ভনের বিশ্লেষণ অনুযায়ী, রুট এখন পর্যন্ত ৩১টি বেশি টেস্ট খেলেছেন এবং কোহলির চেয়ে ৭২টি বেশি ইনিংসে ব্যাট করেছেন। বর্তমানে রুট ১২,১৩১ রান করেছেন, যা কোহলির ৮,৮৪৮ রান থেকে প্রায় ৩,২৯০ রান বেশি। এছাড়াও, রুটের গড় ৫০.৩৩, যা কোহলির ৪৯.১৫ গড়ের চেয়ে একটু বেশি।

স্ট্রাইক রেটের দিক দিয়েও রুট সামান্য এগিয়ে রয়েছেন – ৫৬.৭০ বনাম কোহলির ৫৫.৫৬। অর্ধশতক এবং ছক্কার পরিসংখ্যানেও রুট এগিয়ে আছেন, যথাক্রমে ৬৪টি এবং ৪৪টি ছক্কা, যেখানে কোহলির ৩০টি অর্ধশতক এবং ২৪টি ছক্কা রয়েছে।

অনেকদিন ধরে কোহলি এবং রুট ঘাড়ে ঘাড় মিলিয়ে চলছিলেন, তবে কোহলির গত ১৬ মাসের দুর্দশার কারণে তার রান সংখ্যা অনেক কমে যায়। এই সময়ে রুট, স্মিথ এবং উইলিয়ামসন নিয়মিত সেঞ্চুরি করায় তারা কোহলির চেয়ে এগিয়ে যায়।

কোহলির সাম্প্রতিক ফর্মের কারণে তিনি এখন ফ্যাব ফোরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন, যেখানে স্মিথ দ্বিতীয় স্থানে রয়েছেন ৯,৬৮৫ রান নিয়ে। উইলিয়ামসন কিছুটা পেছনে, ৮,৭৪৩ রান নিয়ে, যা কোহলির থেকে সামান্য কম।

তবুও, কোহলি সীমিত ওভারের ক্রিকেটে এখনও তার রাজত্ব বজায় রেখেছেন এবং তার ভক্তরা তার টেস্ট ক্যারিয়ারে আবারও ফর্মে ফেরার আশা করছেন।

ভনের এই তুলনা ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং এটি আলোচনার জন্ম দিয়েছে যে, কোহলি কি রুটের সঙ্গে ব্যবধান কমাতে পারবেন কিনা, কারণ তাদের দুর্দান্ত ক্যারিয়ার এখনো চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে কী বললেন সারজিস

এশিয়ান কাপ দিয়ে বিশ্বকাপও খেলার সুযোগ ঋতুপর্ণাদের সামনে

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ক্যারিয়ার গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

নারী নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৪ জনের তিন দিনের রিমান্ড

স্ত্রীর কিডনিতে প্রাণ ফিরে পেয়ে ‘পরকীয়ায়’ জড়ালেন স্বামী, অতঃপর...

টিকটক আসক্তিতে ডিপিডিসি কর্মকর্তা!

ঘুমের সময় মুখ দিয়ে কেন লালা পড়ে, প্রতিকার কী 

সুসজ্জিত গাড়িতে পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায়

বালু চুরির অভিযোগে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

এবার মুরাদনগরে নারীসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

১০

২০১৮ সালের রাতের ভোট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সিইসি

১১

ইসরায়েলি হামলায় গাজায় হাসপাতালের পরিচালক নিহত

১২

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

১৩

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি হবে কি না, জানালেন সংস্কৃতি উপদেষ্টা

১৪

ক্রিকেট ছাড়ার পর রেসলিংয়ে নাম লেখাতে যাচ্ছিলেন সাবেক ইংলিশ তারকা!

১৫

তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির নির্দেশনা

১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

১৭

অপ্রত্যাশিত ধসের আক্ষেপে তাসকিন

১৮

ঘুমের মধ্যে দম আটকে যাওয়া কীসের লক্ষণ, হলে কী করবেন?

১৯

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক তৌহিদুলের শুধু বদলি নয়, অপসারণ চান কর্মকর্তারা

২০
X