স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আবারও নেতৃত্ব হারাচ্ছেন বাবর, নতুন অধিনায়ক কে?

বাবর আজম। ছবি : সংগৃহীত
বাবর আজম। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দল সম্প্রতি ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে বিশাল সমালোচনার মুখে পড়েছে। পাকিস্তানের জন্য এই পরাজয় একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক মাস ধরে দলটি ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্স করে চলেছে, যা ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ থেকে শুরু করে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বিস্তৃত।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলে অনেক পরিবর্তন হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে কিছুদিন পর আবার তাকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসাবে পুনর্বহাল করা। তবে, ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবর আজম আবারও অধিনায়কত্ব হারাতে পারেন এবং তার স্থলাভিষিক্ত হতে পারেন মোহাম্মদ রিজওয়ান। এমনকি রিজওয়ানকে তিন ফরম্যাটেরই অধিনায়ক করা হতে পারে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের কাছে দ্বিতীয় টেস্টে ছয় উইকেটে হার পাকিস্তানের জন্য বিশাল ধাক্কা ছিল, বিশেষ করে ঘরের মাঠে টানা দশটি টেস্ট ম্যাচে জয়হীন থাকাকে লজ্জাজনক হিসেবেই দেখা হচ্ছে। এক সময়ের শক্তিশালী ক্রিকেট দলটি বর্তমানে বড় বিপদের মধ্যে রয়েছে। এই হারের ফলে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা হতাশ এবং ভবিষ্যতের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

প্রাক্তন পাকিস্তান অধিনায়ক এবং কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরামও দলের পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনা করেছেন। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন, ‘আমাদের ক্রিকেট এখন একটি সংকটময় পরিস্থিতিতে রয়েছে। আমি একজন প্রাক্তন খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে এমন অবস্থায় অত্যন্ত লজ্জিত। আমাদের খেলোয়াড়রা ভালো অবস্থান থেকে ম্যাচ হারছে, আমি তা কিছুতেই মেনে নিতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘আমরা ঘরের মাঠে ধারাবাহিকভাবে পরাজিত হচ্ছি, যা আমাদের ক্রিকেটের মান সম্পর্কে অনেক কিছু বলে।’

বাংলাদেশের বিপক্ষে এই হারের আগে পাকিস্তান আফগানিস্তান এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে পরাজিত হয়েছিল। সাম্প্রতিক তিন বছরের ঘরের মাঠের টেস্ট রেকর্ডও বেশ হতাশাজনক – ছয়টি হার এবং চারটি ড্র, যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ২০২২ সালে প্রথমবারের মতো ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া অন্তর্ভুক্ত।

অক্টোবরের ৭ তারিখ থেকে পাকিস্তানের মাটিতে তিনটি টেস্ট খেলতে আসছে শক্তিশালী ইংল্যান্ড। পাকিস্তানের অবস্থা আরও খারাপ হতে পারে, কারণ তারা এ বছর অস্ট্রেলিয়ায় তিনটি টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে, যা ১৯৯৯ সাল থেকে অস্ট্রেলিয়ায় টানা ষষ্ঠ হোয়াইটওয়াশ।

পাকিস্তান ক্রিকেটের এই দুঃসময়ে, সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আর দলটি কীভাবে এই সংকট মোকাবিলা করে সেটিই দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজায় বুড়িমারীতে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৬ দিন

প্রতি সপ্তাহে সহায়তা দেবে জুলাই ফাউন্ডেশন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আন্দোলনে অস্ত্র উঁচিয়ে গুলি, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যমুনা গ্রুপ

জনবল নেবে স্যামসাং বয়সসীমা  ২১ থেকে ২৮ বছর 

বায়ুদূষণে শীর্ষে হ্যানয়, ঢাকার খবর কী

সুস্থ থাকতে ভাত নাকি রুটি, কী বলছেন চিকিৎসক

লিটনের শরীরে ৫ শতাধিক বুলেট

সপ্তম রাউন্ডে জমে উঠেছে প্রিমিয়ার লিগের লড়াই

পাচারের টাকায় আমিরাতে মিনি সিটি নিয়ে আসিফের স্ট্যাটাস

১০

শেরপুরে ভয়াবহ বন্যায় ৭ জনের মৃত্যু

১১

তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস গবেষকের

১২

সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপ জ্যোতির

১৩

১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৪

ভারতীয় দলে আচমকা পরিবর্তন

১৫

ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৮ শিক্ষার্থী বহিষ্কার

১৬

৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

১৭

৬ অক্টোবর : নামাজের সময়সূচি

১৮

কুমির ভেবে ঘড়িয়াল বেঁধে রাখলেন স্থানীয়রা

১৯

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

২০
X