স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আবারও নেতৃত্ব হারাচ্ছেন বাবর, নতুন অধিনায়ক কে?

বাবর আজম। ছবি : সংগৃহীত
বাবর আজম। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দল সম্প্রতি ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে বিশাল সমালোচনার মুখে পড়েছে। পাকিস্তানের জন্য এই পরাজয় একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক মাস ধরে দলটি ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্স করে চলেছে, যা ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ থেকে শুরু করে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বিস্তৃত।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলে অনেক পরিবর্তন হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে কিছুদিন পর আবার তাকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসাবে পুনর্বহাল করা। তবে, ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবর আজম আবারও অধিনায়কত্ব হারাতে পারেন এবং তার স্থলাভিষিক্ত হতে পারেন মোহাম্মদ রিজওয়ান। এমনকি রিজওয়ানকে তিন ফরম্যাটেরই অধিনায়ক করা হতে পারে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের কাছে দ্বিতীয় টেস্টে ছয় উইকেটে হার পাকিস্তানের জন্য বিশাল ধাক্কা ছিল, বিশেষ করে ঘরের মাঠে টানা দশটি টেস্ট ম্যাচে জয়হীন থাকাকে লজ্জাজনক হিসেবেই দেখা হচ্ছে। এক সময়ের শক্তিশালী ক্রিকেট দলটি বর্তমানে বড় বিপদের মধ্যে রয়েছে। এই হারের ফলে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা হতাশ এবং ভবিষ্যতের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

প্রাক্তন পাকিস্তান অধিনায়ক এবং কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরামও দলের পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনা করেছেন। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন, ‘আমাদের ক্রিকেট এখন একটি সংকটময় পরিস্থিতিতে রয়েছে। আমি একজন প্রাক্তন খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে এমন অবস্থায় অত্যন্ত লজ্জিত। আমাদের খেলোয়াড়রা ভালো অবস্থান থেকে ম্যাচ হারছে, আমি তা কিছুতেই মেনে নিতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘আমরা ঘরের মাঠে ধারাবাহিকভাবে পরাজিত হচ্ছি, যা আমাদের ক্রিকেটের মান সম্পর্কে অনেক কিছু বলে।’

বাংলাদেশের বিপক্ষে এই হারের আগে পাকিস্তান আফগানিস্তান এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে পরাজিত হয়েছিল। সাম্প্রতিক তিন বছরের ঘরের মাঠের টেস্ট রেকর্ডও বেশ হতাশাজনক – ছয়টি হার এবং চারটি ড্র, যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ২০২২ সালে প্রথমবারের মতো ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া অন্তর্ভুক্ত।

অক্টোবরের ৭ তারিখ থেকে পাকিস্তানের মাটিতে তিনটি টেস্ট খেলতে আসছে শক্তিশালী ইংল্যান্ড। পাকিস্তানের অবস্থা আরও খারাপ হতে পারে, কারণ তারা এ বছর অস্ট্রেলিয়ায় তিনটি টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে, যা ১৯৯৯ সাল থেকে অস্ট্রেলিয়ায় টানা ষষ্ঠ হোয়াইটওয়াশ।

পাকিস্তান ক্রিকেটের এই দুঃসময়ে, সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আর দলটি কীভাবে এই সংকট মোকাবিলা করে সেটিই দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন আছেন ইমরান খান, সাক্ষাতের পর জানালেন বোন উজমা

মোদিকে ধন্যবাদ জানাল বিএনপি

৮ কুকুরছানা হত্যায় মামলা প্রস্তুতি, বাসভবন ছাড়লেন অভিযুক্ত কর্মকর্তা

নারায়ণগঞ্জ-৫ / মাসুদুজ্জামানের ক্যানভাসে জনতার প্রত্যাশা

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষা চলবে বুধবার

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাই

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারের গ্রিল ভেঙে ঝুঁকি নিয়ে পারাপার

১১

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

১২

অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

১৩

খালেদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন : রাশেদ

১৪

২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সভাপতি

১৫

নতুন বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কর্মসূচি ঘোষণা

১৬

‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না’

১৭

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা উত্তর ছাত্রদলের দোয়ার আয়োজন

১৮

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন, মহাসচিব মোস্তাফিজুর

১৯

সাতক্ষীরায় শিক্ষকদের কর্মবিরতি, সংঘর্ষের ছবি নেওয়ায় শিক্ষার্থীদের মারমুখী আচরণ

২০
X