স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ
ভারত-বাংলাদেশ সিরিজ

টি-টোয়েন্টিতে একাধিক তারকাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা ভারতের

গিল, বুমরাহ ও পাণ্ডিয়াকে বিশ্রামে রাখা হতে পারে বাংলাদেশের বিপক্ষে। ছবি : সংগৃহীত
গিল, বুমরাহ ও পাণ্ডিয়াকে বিশ্রামে রাখা হতে পারে বাংলাদেশের বিপক্ষে। ছবি : সংগৃহীত

ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমান গিলসহ একাধিক তারকাকে আসন্ন বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে এবং এর ফলে ভারতীয় দল থেকে ব্রাত্য ইশান কিশানের জাতীয় দলে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গিলকে বিশ্রাম দেওয়া হচ্ছে, যা বিসিসিআইর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নীতির অংশ হিসেবে নেওয়া সিদ্ধান্ত।

গিল বর্তমানে ভারতের ব্যাটিং লাইনআপের অন্যতম মূল স্তম্ভ, বিশেষ করে তিন ফরম্যাটেই। তাকে বিশ্রাম দেওয়ার কারণ হিসেবে টিম ম্যানেজমেন্ট তার টেস্ট ক্রিকেটে গুরুত্বকে অগ্রাধিকার দিচ্ছে, বিশেষ করে ১০টি টেস্ট ম্যাচের মধ্য দিয়ে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে গিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

শুভমান গিল ছাড়াও রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়াল ভারতীয় ব্যাটিং অর্ডারের প্রধান স্তম্ভ হয়ে উঠেছেন। এদিকে, বাংলাদেশ সফরের পর ভারত একটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে নামতে চলেছে, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের একটি কঠিন সিরিজ রয়েছে।

একজন বিসিসিআই সূত্র পিটিআইকে জানিয়েছে, ‘শুভমান গিলকে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হবে। ৭ অক্টোবর (গোয়ালিয়র), ১০ অক্টোবর (দিল্লি) এবং ১৩ অক্টোবর (হায়দ্রাবাদ) টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, আর ১৬ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। মাত্র তিন দিনের ব্যবধানে এত গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় গিলকে বিশ্রাম দেওয়া প্রয়োজন।’

এদিকে, ইশান কিশানের জাতীয় দলে ফিরে আসার সম্ভাবনা নতুন করে উজ্জ্বল হয়েছে। কিছুদিন আগেই ইশান বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, যখন তিনি জাতীয় নির্বাচনের জন্য নিজেকে অনুপলব্ধ করেছিলেন এবং পরে ঝাড়খণ্ড দলের হয়েও খেলেননি। এতে তার জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে গিয়েছিল। তবে, ইশান সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন এবং ঝাড়খণ্ডের হয়ে বুচি বাবু ইনভিটেশনাল টুর্নামেন্টে খেলেছেন। এছাড়া, দুলীপ ট্রফিতে ভারত সি দলের হয়ে একটি সেঞ্চুরি করে নিজের ফর্ম প্রমাণ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ঋষভ পান্তকেও টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে এবং এর ফলে ইশান কিশান উইকেটকিপার হিসেবে দলে জায়গা পেতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১০

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১১

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১২

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৩

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৪

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৫

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৬

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৭

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৮

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

১৯

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায়

২০
X