স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় সেশনেও টাইগারদের দাপট

জয়সওয়ালকে ফিরিয়ে নাহিদের উল্লাস। ছবি : সংগৃহীত
জয়সওয়ালকে ফিরিয়ে নাহিদের উল্লাস। ছবি : সংগৃহীত

চেন্নাইয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা চলছে। যেখানে টস জিতে বোলিং নেওয়া বাংলাদেশ দুর্দান্ত খেলা উপহার দিয়েছে। অধিনায়ক শান্তর বোলিং করার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত করেছে বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদের দাপটে প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও নিজেদের দাপট বজায় রেখেছে টাইগাররা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় সেশন শেষে ভারতের সংগ্রহ ১৭৬ রান। বাংলাদেশের প্রাপ্তি ৬ উইকেট। প্রথম সেশনে ভারতের টপ অর্ডার ধসিয়ে দেওয়ার পর দ্বিতীয় সেশনে তিনি ফিরিয়েছেন গাড়ি দূর্ঘটনা থেকে বেঁচে ফেরা ঋষভ পান্তকে।

এরপর লোকেশ রাহুল ও ওপেনার যশস্বী জয়সওয়াল মিলে ভারতকে আবার ট্রাকে ফেরানোর চেষ্টা করেন। এরমধ্যে কঠিন পরিবেশের মধ্যেও নিজের ভালো ফর্ম ধরে রেখে অর্ধশতক তুলে নেন তরুণ এই ওপেনার। তবে অর্ধশতকের পর বেশিদূর এগাতে পারেননি তিনি। ৫৬ রানে তাকে ফেরান আরেক পেসার নাহিদ রানা।

এরপর লোকেশ রাহুলকেও বেশিদূর এগোতে দেননি মেহেদী হাসান মিরাজ। ১৬ রানে জাকিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর অবশ্য সেশনের বাকি সময় দুই ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বীন কোন বিপদ ছাড়াই কাটিয়ে দেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের প্রথম শিকার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সাবধানী শুরুর পরও একবার আম্পায়ার্স করে এলবিডব্লু হওয়া থেকে বেঁচে যান তিনি। তবে ষষ্ঠ ওভারে উইকেটের পেছনে শান্তকে ক্যাচ দেন রোহিত (১০ বলে ৬)।

শুভমন গিলের আউটের ধরণটা একটু অদ্ভুত। তার পায়ের পাশ দিয়ে বলটি বেরিয়ে যাচ্ছিল। সেই বল খেলার চেষ্টা করেন তিনি। তবে তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার লিটন দাসের হাতে। ৮ বলে ০ রানে আউট হন গিল।

হাসান মাহমুদের তৃতীয় শিকার কোহলি। স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ তুলে দেন তিনি (৬ বলে ৬ রান)।

এর আগে টস জয়ের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমি প্রথমে বোলিং করতে চাই। কারণ এখানে আর্দ্রতা রয়েছে এবং আমরা এটি ব্যবহার করতে চাই। প্রথম সেশনটি পেসারদের জন্য খুব ভালো হবে।’

টস জিতলে ভারতও ফিল্ডিং করতো, এমনটা জানিয়ে রোহিত শর্মা বলেন, ‘আমরাও তাই করতাম। পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে চলেছে। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। ১০ টেস্টের দিকে তাকালে, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে আমরা সামনের দিকে মনোনিবেশ করতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১০

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১১

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১২

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১৩

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৪

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৫

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৬

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৭

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৮

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৯

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

২০
X