স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় সেশনেও টাইগারদের দাপট

জয়সওয়ালকে ফিরিয়ে নাহিদের উল্লাস। ছবি : সংগৃহীত
জয়সওয়ালকে ফিরিয়ে নাহিদের উল্লাস। ছবি : সংগৃহীত

চেন্নাইয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা চলছে। যেখানে টস জিতে বোলিং নেওয়া বাংলাদেশ দুর্দান্ত খেলা উপহার দিয়েছে। অধিনায়ক শান্তর বোলিং করার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত করেছে বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদের দাপটে প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও নিজেদের দাপট বজায় রেখেছে টাইগাররা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় সেশন শেষে ভারতের সংগ্রহ ১৭৬ রান। বাংলাদেশের প্রাপ্তি ৬ উইকেট। প্রথম সেশনে ভারতের টপ অর্ডার ধসিয়ে দেওয়ার পর দ্বিতীয় সেশনে তিনি ফিরিয়েছেন গাড়ি দূর্ঘটনা থেকে বেঁচে ফেরা ঋষভ পান্তকে।

এরপর লোকেশ রাহুল ও ওপেনার যশস্বী জয়সওয়াল মিলে ভারতকে আবার ট্রাকে ফেরানোর চেষ্টা করেন। এরমধ্যে কঠিন পরিবেশের মধ্যেও নিজের ভালো ফর্ম ধরে রেখে অর্ধশতক তুলে নেন তরুণ এই ওপেনার। তবে অর্ধশতকের পর বেশিদূর এগাতে পারেননি তিনি। ৫৬ রানে তাকে ফেরান আরেক পেসার নাহিদ রানা।

এরপর লোকেশ রাহুলকেও বেশিদূর এগোতে দেননি মেহেদী হাসান মিরাজ। ১৬ রানে জাকিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর অবশ্য সেশনের বাকি সময় দুই ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বীন কোন বিপদ ছাড়াই কাটিয়ে দেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের প্রথম শিকার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সাবধানী শুরুর পরও একবার আম্পায়ার্স করে এলবিডব্লু হওয়া থেকে বেঁচে যান তিনি। তবে ষষ্ঠ ওভারে উইকেটের পেছনে শান্তকে ক্যাচ দেন রোহিত (১০ বলে ৬)।

শুভমন গিলের আউটের ধরণটা একটু অদ্ভুত। তার পায়ের পাশ দিয়ে বলটি বেরিয়ে যাচ্ছিল। সেই বল খেলার চেষ্টা করেন তিনি। তবে তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার লিটন দাসের হাতে। ৮ বলে ০ রানে আউট হন গিল।

হাসান মাহমুদের তৃতীয় শিকার কোহলি। স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ তুলে দেন তিনি (৬ বলে ৬ রান)।

এর আগে টস জয়ের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমি প্রথমে বোলিং করতে চাই। কারণ এখানে আর্দ্রতা রয়েছে এবং আমরা এটি ব্যবহার করতে চাই। প্রথম সেশনটি পেসারদের জন্য খুব ভালো হবে।’

টস জিতলে ভারতও ফিল্ডিং করতো, এমনটা জানিয়ে রোহিত শর্মা বলেন, ‘আমরাও তাই করতাম। পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে চলেছে। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। ১০ টেস্টের দিকে তাকালে, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে আমরা সামনের দিকে মনোনিবেশ করতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X