স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের চোট বিতর্কে নতুন মোড়

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে হওয়া চেন্নাই টেস্টে আঙুলে চোট পাওয়ার পর সাকিব আল হাসানকে নিয়ে চলমান বিতর্কে নতুন মোড় এনেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকার। টাইগারদের সঙ্গে থাকা সফরসঙ্গী এই নির্বাচক সাংবাদিকদের জানান, সাকিব পুরোপুরি ফিট হয়েই চেন্নাই টেস্টে মাঠে নেমেছিলেন। কিন্তু ম্যাচ চলাকালীন বোলিং করার সময় তার আঙুলে ব্যথা অনুভূত হয়, যা পরে ব্যাটিং করার সময় আরও গুরুতর হয়ে ওঠে। ফিজিও বায়েজেদুল ইসলামের তত্ত্বাবধানে থাকা সাকিবের চোটের অবস্থা খতিয়ে দেখে কানপুর টেস্টের আগে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

চেন্নাই টেস্টে বোলিংয়ের সময় সাকিবের আঙুলে প্রথমবার চোট লাগে। এরপর ব্যাটিংয়ে নেমেও তিনি একই আঙুলে বলের আঘাত পান। এ অবস্থায় সাকিবের পরবর্তী ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হান্নান সরকার বলেন, ‘আমরা ম্যাচের আগে সাকিবের ফিটনেস নিশ্চিত হওয়ার পরই তাকে একাদশে রেখেছি। তার আঙুলের চোটটি ম্যাচ চলাকালীন। তবে বোলিং করার পর থেকে তিনি ব্যথা অনুভব করেন। এরপর ব্যাটিংয়ের সময় আঘাত পেলে ব্যথা আরও বাড়ে।’

হান্নান আরও যোগ করেন, সাকিবের চোট পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কোনো তাড়াহুড়ো করতে চায় না। ‘কানপুর টেস্টের আগে আমাদের হাতে সময় আছে, আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করব এবং এরপরই সিদ্ধান্ত নেব।’

সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত। তার উপস্থিতি দলের কম্বিনেশন সাজাতে সহজ করে দেয়। হান্নান সরকার সাকিবের চেন্নাই টেস্টের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘সাকিব আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার ব্যাটিং আত্মবিশ্বাসী মনে হয়েছে, যদিও রান বড় হয়নি। তবুও তার খেলাটি চাপের মধ্যে থেকেও বেশ ভালো ছিল।’

এ অবস্থায় সাকিবের ফিটনেস যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটি উল্লেখ করে হান্নান বলেন, ‘সাকিব যদি খেলতে না পারেন, তাহলে সেটা অবশ্যই দলের জন্য বড় ধাক্কা হবে। তবে আমরা তার অবস্থা ভালোভাবে পর্যালোচনা করেই সিদ্ধান্ত নিব।’

হান্নান সরকার জানিয়েছেন, সাকিবের চোট পুরোপুরি সেরে না উঠলে তাকে কানপুর টেস্টের একাদশে না রাখার সম্ভাবনা রয়েছে। তবে সাকিব শুধু ব্যাটসম্যান হিসেবে খেললেও টিম ম্যানেজমেন্ট তাকে দলে রাখার কথা বিবেচনা করবে। হান্নান বলেন, ‘সাকিব যদি মনে করেন তিনি বোলিং করতে পারবেন না, তবে ব্যাটার হিসেবে খেলতে পারেন। আর যদি মনে করেন বোলিং-ব্যাটিং কোনোটিই করতে পারবেন না, তখন অবশ্যই আমরা বিকল্প চিন্তা করব।’

সাকিবের চোট যদি বেশি গুরুতর না হয়, তবে তিনি হয়তো ব্যাটার বা অলরাউন্ডার হিসেবে দলে থাকতে পারেন। তবে টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

মাছের ঘের নিয়ে বিরোধ, প্রকাশ্যে আইনজীবীকে পিটিয়ে জখম

উপসহকারী প্রকৌশলী লিটন মল্লিক বরখাস্ত

স্কুল মাঠের মাটি কেটে হচ্ছে শিশুপার্ক

চিয়া সিডের সঙ্গে যে ৫ খাবার কখনোই খাবেন না

রাশফোর্ডে ভর করে বার্সার চ্যাম্পিয়ন্স লিগ শুভসূচনা

রাত ১০টা থেকে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেখে নিন সুপার ফোরে বাংলাদেশের ম্যাচের সূচি

যুক্তরাষ্ট্রের ভেটোতে ভেস্তে গেল গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব 

চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

১০

ভারতীয় পরিবারের সংগ্রহে ৫০০ বছর পুরোনো স্বর্ণ মোড়ানো কোরআন

১১

‘দিল্লির ফাঁদে পা দিয়েছে জামায়াতে ইসলামী’ 

১২

সীমান্তে আটক ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১৩

কুমার নদে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, নেপথ্যে কী

১৪

অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ, সোনাগাজী থানার ওসি বদলি

১৫

বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত?

১৬

ফোন ভালো রাখতে সপ্তাহে কতবার রিস্টার্ট করবেন?

১৭

মার্কিন পুলিশের গুলিতে ভারতীয় প্রযুক্তিবিদ নিহত 

১৮

কোলেস্টেরল কমবে মাত্র ৩০ দিনে, জেনে নিন সহজ উপায়

১৯

কনস্টেবল স্ত্রীকে খুন করে জঙ্গলে ফেলে দিলেন স্বামী 

২০
X