কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

দুই দিন পর কানপুর টেস্ট শুরু

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

কানপুরে টেষ্টের দ্বিতীয় ও তৃতীয় দিন ভেস্তে গেছে বৃষ্টিতে। যদিও তৃতীয় দিন রোববার (২৯ সেপ্টেম্বর) কেবল মাত্র দূর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে মাঠে জমে থাকা পানি অপসারণ করতে না পারায় মাঠে গড়ায়নি খেলা। অনুমিত ভাবেই ড্রয়ের দিকেই এগোচ্ছে কানপুর টেষ্ট।

তৃতীয় দিন শেষেই একরকম নিশ্চিত ছিল চতুর্থ দিন সোমবার (৩০ সেপ্টেম্বর) মাঠে গড়াবে খেলা। শঙ্কা ছিল ভেজা আউটফিল্ড আর আলোকস্বল্পতা নিয়ে। তবে সব শঙ্কাকে পাশ কাটিয়ে মাঠে গড়িয়েছে খেলা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে ১০৮ রান।

প্রসঙ্গত, আউটফিল্ড ভেজা নাকি আলোকস্বল্পতা, এই লুকোচুরিতে শেষ হয় বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর নাটক। গত ২৯ সেপ্টেম্বর কানপুরে সকাল থেকে বৃষ্টি ছিল না। তবে মাঠ ভেজা থাকায় খেলা শুরু করার মতো অবস্থা ছিল না।

তবে এ নিয়ে নাটক কম হয়নি। সকাল থেকে শুরু হয় কভার থেকে পানি সরানোর কাজ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় প্রথমবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। মাঠকর্মীদের সঙ্গে কথা বলে জানান এখন দিনের খেলা শুরু করা সম্ভব নয়।

তখন জানানো হয় দুপুর সাড়ে ১২টায় আবারও পরিদর্শন করা হবে মাঠ। তবে এ সময় পরিদর্শন শেষে তৃতীয় দিনের খেলা শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি আম্পায়াররা।

তখনো মাঠে আসেননি দুই দলের ক্রিকেটাররা। তাদের জানানো হয় মাঠ ভেজা থাকায় তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হবে। এদিকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম স্কোরারের এক কথায় খেলা শুরু না করার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

দুপুর আড়াইটার দিকে মাঠে নেমে চারপাশ পা দিয়ে পরীক্ষা করতে দেখা যায় ম্যাচ অফিসিয়ালদের। মাঠের একপাশে এসে দাঁড়িয়ে যান তারা। অন্যদেরও ডেকে মাঠ যে কতটা ভেজা ও নরম হয়ে আছে সেটাই দেখালেন। এরপর জানালেন পরবর্তী পর্যবেক্ষণ হবে স্থানীয় সময় দুপুর ২টায়। এ সময় গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে স্কোরার হুট করে বললেন, আলোকস্বল্পতার কথা।

সূর্যের প্রখরতার মধ্যেও আলোকস্বল্পতা! স্থানীয় সাংবাদিকরা এটা নিয়ে হাঁসি তামাশাও করেছিলেন। ঘটনা কিছু একটা যে লুকাচ্ছিলেন উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল।

মাঠ ভেজা দেখে তৃতীয় দিনের খেলার সমাপ্তি ডাকেন ম্যাচ অফিসিয়ালরা। এর আগে তীব্র বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিন খেলা হয় মাত্র ৩৫ ওভার।

এ সময় টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ছিল তিন উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম দিনে জাকির হাসান (০), সাদমান ইসলাম (২৪) এবং নাজমুল হোসেন শান্ত (৩১) আউট হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি দল পাকিস্তানপন্থি হয়ে এখন বাংলাদেশ গড়তে চায়: মির্জা ফখরুল

বিএনপির থিম সং প্রকাশ অনুষ্ঠানে রোজিনা

৮ ইউএনওর বদলির আদেশ বাতিল

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ২ শতাধিক নেতাকর্মী

অবসরপ্রাপ্ত লে. কর্নেল কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দ  

মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

বিএনপি-জামায়াত সংঘর্ষ

জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার আমিনুলের

মানুষের অধিকার ও সেবার অঙ্গীকার করে রবিনের নির্বাচনী প্রচারণার শুরু

বাকি জীবন আপনাদের সঙ্গে থাকতে চাই : মিন্টু

১০

মৌলভীবাজারে জনসমাবেশের উদ্দেশ্য তারেক রহমান

১১

৩৩ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

১২

পাকিস্তানি গণমাধ্যমের দাবি / বাংলাদেশ না গেলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে

১৩

জনগণের সরকার গঠনের অঙ্গীকারে গণসংযোগ শুরু ইশরাকের

১৪

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত মৌলভীবাজার

১৫

জোট নেতাদের সঙ্গে নিয়ে ভোটের মাঠে মঞ্জু

১৬

নির্বাচনের আগেই একটি দল ঠকাচ্ছে : তারেক রহমান

১৭

আমরা না থাকলে সবাই জার্মান ভাষায় কথা বলত: ট্রাম্প

১৮

পুরো আসরজুড়ে ব্যর্থ মিরাজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সিলেট কোচ

১৯

অফিসে রাগ নিয়ন্ত্রণে রাখুন সহজ কিছু উপায়

২০
X