কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

দুই দিন পর কানপুর টেস্ট শুরু

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

কানপুরে টেষ্টের দ্বিতীয় ও তৃতীয় দিন ভেস্তে গেছে বৃষ্টিতে। যদিও তৃতীয় দিন রোববার (২৯ সেপ্টেম্বর) কেবল মাত্র দূর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে মাঠে জমে থাকা পানি অপসারণ করতে না পারায় মাঠে গড়ায়নি খেলা। অনুমিত ভাবেই ড্রয়ের দিকেই এগোচ্ছে কানপুর টেষ্ট।

তৃতীয় দিন শেষেই একরকম নিশ্চিত ছিল চতুর্থ দিন সোমবার (৩০ সেপ্টেম্বর) মাঠে গড়াবে খেলা। শঙ্কা ছিল ভেজা আউটফিল্ড আর আলোকস্বল্পতা নিয়ে। তবে সব শঙ্কাকে পাশ কাটিয়ে মাঠে গড়িয়েছে খেলা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে ১০৮ রান।

প্রসঙ্গত, আউটফিল্ড ভেজা নাকি আলোকস্বল্পতা, এই লুকোচুরিতে শেষ হয় বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর নাটক। গত ২৯ সেপ্টেম্বর কানপুরে সকাল থেকে বৃষ্টি ছিল না। তবে মাঠ ভেজা থাকায় খেলা শুরু করার মতো অবস্থা ছিল না।

তবে এ নিয়ে নাটক কম হয়নি। সকাল থেকে শুরু হয় কভার থেকে পানি সরানোর কাজ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় প্রথমবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। মাঠকর্মীদের সঙ্গে কথা বলে জানান এখন দিনের খেলা শুরু করা সম্ভব নয়।

তখন জানানো হয় দুপুর সাড়ে ১২টায় আবারও পরিদর্শন করা হবে মাঠ। তবে এ সময় পরিদর্শন শেষে তৃতীয় দিনের খেলা শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি আম্পায়াররা।

তখনো মাঠে আসেননি দুই দলের ক্রিকেটাররা। তাদের জানানো হয় মাঠ ভেজা থাকায় তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হবে। এদিকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম স্কোরারের এক কথায় খেলা শুরু না করার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

দুপুর আড়াইটার দিকে মাঠে নেমে চারপাশ পা দিয়ে পরীক্ষা করতে দেখা যায় ম্যাচ অফিসিয়ালদের। মাঠের একপাশে এসে দাঁড়িয়ে যান তারা। অন্যদেরও ডেকে মাঠ যে কতটা ভেজা ও নরম হয়ে আছে সেটাই দেখালেন। এরপর জানালেন পরবর্তী পর্যবেক্ষণ হবে স্থানীয় সময় দুপুর ২টায়। এ সময় গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে স্কোরার হুট করে বললেন, আলোকস্বল্পতার কথা।

সূর্যের প্রখরতার মধ্যেও আলোকস্বল্পতা! স্থানীয় সাংবাদিকরা এটা নিয়ে হাঁসি তামাশাও করেছিলেন। ঘটনা কিছু একটা যে লুকাচ্ছিলেন উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল।

মাঠ ভেজা দেখে তৃতীয় দিনের খেলার সমাপ্তি ডাকেন ম্যাচ অফিসিয়ালরা। এর আগে তীব্র বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিন খেলা হয় মাত্র ৩৫ ওভার।

এ সময় টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ছিল তিন উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম দিনে জাকির হাসান (০), সাদমান ইসলাম (২৪) এবং নাজমুল হোসেন শান্ত (৩১) আউট হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসাক্ষেত্রে চীনা বিজ্ঞানীদের যুগান্তকারী সফলতা

কলেজের দেয়ালে গাড়ির ধাক্কা, বরসহ একই পরিবারের নিহত ৮

মাদকসেবনের অভিযোগ  / বিয়ে ভাঙার পর বর বললেন ‘আমি একটি চুইংগাম মুখে দিয়েছিলাম’  

ব্যবসায় অতিমুনাফা সমর্থন করে না ইসলাম : রিজওয়ানা

জায়েদকে বিয়ে ও মা হওয়ার ইচ্ছার কথা জানালেন তিশা 

সারজিসের বন্ধুর বাসা থেকে ৩ বস্তা টাকা উদ্ধার, যা জানাল রিউমর স্ক্যানার

৬ জেলায় ঝড়ের আভাস, টানা ৫ দিন যেসব জেলায় বৃষ্টি হতে পারে  

৪৫ মিনিটে ২৬ ফুট বাড়ল গুয়াদালুপে নদীর পানি, টেক্সাসে বহু প্রাণহানি

আয়া-নার্সের হাতে সন্তান প্রসব, কাল হলো নবজাতকের

ভারত থেকে অবৈধভাবে আসা ৩ সন্তানসহ গৃহবধূ আটক

১০

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

১১

ইফতারের আগমুহূর্তে সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধার

১২

মদিনা থেকে ফিরেই চট্টগ্রামে রানওয়েতে আটকে গেল বিমান

১৩

ছদ্মবেশ ধারণ করেও বাঁচতে পারলেন না ইরানি জেনারেল

১৪

আশুরার দিনে রোজা রাখলে মাফ হতে পারে এক বছরের গুনাহ

১৫

মানুষের সমস্যা সমাধান করাই আমাদের রাজনীতি : নাহিদ

১৬

আয়াতুল্লাহ খামেনি কি সত্যিই রাসূল (সা.)-এর বংশধর?

১৭

গিনেস বুকে স্থান করে নিয়েছেন ইরানের চুম্বক পুরুষ

১৮

মুরাদনগরে ট্রিপল মার্ডারের মামলায় গ্রেপ্তার ২

১৯

পিআর পদ্ধতিতে কেউ স্বৈরাচার হতে পারবে না : ফারুক হাসান

২০
X