স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০১:৫১ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ বিসিবি সভাপতি সংবাদ সম্মেলন ডাকায় ব্যাপক আলোচনা

ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত
ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত

হঠাৎ করে সংবাদ সম্মেলন ডেকেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। বিসিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো ক্ষুদে বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে কথা বলবেন বিসিবি সভাপতি।

এতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মিরপুরের ক্রিকেট পাড়ায়। সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফটের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি।

২৪ ঘণ্টারও কম সময় পর আবারও গণমাধ্যমের সামনে আসায় সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন। এরই মধ্যে দেশের একটি গণমাধ্যম খবর প্রকাশ করে, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই চাকরিচ্যুত হতে পারেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

কাজেই সব মিলিয়ে ক্রিকেট পাড়ায় বিরাজ করছে চরম উত্তেজনা। এর আগে সর্বশেষ বিসিবির বোর্ড সভা শেষে গণমাধ্যমে লঙ্কান কোচ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা জাতীয় দলের ক্ষেত্রে বলতে পারব না…।’

সে সময় তিনি আরও বলেছিলেন, ‘নাহ, রাখব না। এটার জন্য সময় দিতে হবে। এখনো কিন্তু ছয় মাস বাকি আছে মেয়াদের। এখনো তিনটি সিরিজ আছে সামনে, ছয় মাস সময় আছে। আমরা চেষ্টা করছি, ইতিবাচক কিছু তাড়াতাড়ি দেখতে পাবেন। আমি যদি কিছু না করি, ফলপ্রসূ কিছু না পেলেও হুট করে সিদ্ধান্ত নিতে পারব না। তবে এটা এখনো আমাদের চিন্তায় আছে, মাথায় আছে এটা। খুব শিগগিরই দেখতে পাবেন, আগের মতোই বলছি…।’

২০২৩ সালে বাংলাদেশের জাতীয় দলের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেন চন্ডিকা হাথুরুসিংহে। ২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে তার।

ধারণা করা হচ্ছে, এবারের মেয়াদ পূর্ণ করার আগে চাকরিচ্যুত হতে পারেন তিনি। চুক্তি অনুযায়ী নির্ধারিতর চেয়ে বেশি ছুটি কাটিয়েছেন হাথুরুসিংহে। এ ছাড়া তার বিরুদ্ধে দলের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে বিভাজন ও বাজে ব্যবহারের অভিযোগও রয়েছে।

সব কিছু মিলিয়ে তাকে বিদায় করে দেওয়ার ঘোষণা আসতে পারে বলে ধারণা মিরপুরে অবস্থান করা গণমাধ্যম কর্মীদের। এর আগে প্রথম মেয়াদে চুক্তি শেষ না করেই নিজ থেকে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দেন হাথুরুসিংহে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর-৩ আসনে এনসিপি নেতা জুয়েলের মনোনয়নপত্র সংগ্রহ

হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সুযোগ নেই মান্নার

ঢাকা-৬ আসনে মনোনয়নপত্র জমা, নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদী ইশরাক

শীতকালীন অ্যালার্জি থেকে যেভাবে রক্ষা পাবেন

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা

এনসিপি যে কারণে জামায়াতসহ ৮ দলের সংবাদ সম্মেলনে যায়নি

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করে যে আহ্বান জানাল বাংলাদেশ

যারা দেশকে ভালোবাসে না তারাই নির্বাচন বানচালের চক্রান্তকারী : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১০

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

১১

হাদি হত্যার বিচার দাবিতে রংপুরে সর্বাত্মক অবরোধ

১২

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি ও এলডিপি

১৩

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়নপত্র দাখিল

১৪

ডেলি ও এসিআইর যৌথ উদ্যোগে স্টেশনারি জগতে নতুন দিগন্তের সূচনা

১৫

চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা

১৬

চকরিয়ায় মনোনয়নপত্র জমা দিলেন সালাউদ্দিন আহমদ

১৭

অপ্রতিরোধ্য সালমান খান, চমকে দিলেন ভক্তদের

১৮

আ.লীগের ১০ নেতার পদত্যাগ

১৯

ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন রবিউল

২০
X