স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১১:২০ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

ইংলিশ অধিনায়ক স্টোকসের বাড়িতে চুরি

বেন স্টোকস। ছবি : সংগৃহীত
বেন স্টোকস। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে মুখোশধারী একটি গ্যাং বেশ কিছু সামগ্রী চুরি করেছে। তখন বাড়িতে তার স্ত্রী ও দুই সন্তান উপস্থিত ছিলেন, তবে বেন স্টোকস নিজে ছিলেন না – তিনি পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি অনুষ্ঠিত টেস্ট সিরিজে অংশ নিতে ইংল্যান্ডের বাইরে ছিলেন।

৩৩ বছর বয়সী স্টোকস জানিয়েছেন যে তার পরিবারের কোনো শারীরিক ক্ষতি হয়নি, কিন্তু বেশ কিছু “স্মৃতিবিজড়িত” সামগ্রী চুরি হয়ে গেছে। সামাজিক মাধ্যমে স্টোকস তার চুরি যাওয়া জিনিসপত্রের ছবি প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে ২০২০ সালে পাওয়া তার ওবিই (ইংল্যান্ডের রাণীর দেওয়া) পদক।

স্টোকস বলেন, ‘এই অপরাধের সবচেয়ে ভয়ংকর দিক হচ্ছে এটি সংঘটিত হয়েছে আমার স্ত্রী এবং ছোট দুই সন্তান বাড়িতে থাকা অবস্থায়।’ তিনি আরও বলেন, ‘শারীরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত না হলেও, এই ঘটনা তাদের মানসিক ও আবেগগত অবস্থার ওপর গভীর প্রভাব ফেলেছে। ভাবতেই ভয় হয়, এটি আরও কত ভয়ানক হতে পারতো।’

ক্যাসেল ইডেনের বাসিন্দা স্টোকস জানিয়েছেন, এই ঘটনা ঘটেছে ১৭ অক্টোবর রাতে। এর পরের দিন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৩৭ রান করে আউট হন স্টোকস। টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ড ৯ উইকেটে হেরে গেলে সিরিজটি ২-১ ব্যবধানে শেষ হয় এবং স্টোকস দেশে ফিরে আসেন।

স্টোকস চুরি হওয়া জিনিসপত্রের ছবি প্রকাশ করে বলেন, ‘এই চুরির জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতেই আমি এই ছবি প্রকাশ করছি। যদিও আমরা আমাদের প্রিয় বস্তু হারিয়েছি, তবুও মূলত এ অপরাধীদের খুঁজে পাওয়ার জন্যই এই উদ্যোগ।’

চুরি হওয়া সামগ্রীর মধ্যে ছিল ওবিই পদক, তিনটি হার, একটি আংটি এবং একটি ডিজাইনার ব্যাগ। তিনি স্থানীয়দের কাছে সহযোগিতার অনুরোধ করেন এবং এই বিষয়ে যে কোনো তথ্য দিতে ডারহাম কনস্ট্যাবুলারির সাথে যোগাযোগ করার আহ্বান জানান।

উল্লেখযোগ্য যে, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন খেলোয়াড়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে ইংলিশ স্ট্রাইকার রাহিম স্টার্লিং-এর বাড়ি, যেখানে তিনি কাতার বিশ্বকাপে খেলতে যাওয়ার সময় চুরি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১০

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১১

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১২

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৩

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৪

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৫

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৬

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৭

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৮

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৯

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

২০
X