শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

মোস্তাফিজুর রহমানের করা ৪৩তম ওভারের শেষ বল উড়িয়ে মারতে চেয়েছিলেন রশিদ খান। লং অফে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ তালুবন্দি করেই হুঙ্কার তুললেন; যেন প্রাণ ফিরেছে দলে। আফগান অলরাউন্ডারের ফেরা মানেই আপাতত জয় নিশ্চিত। কেননা, এরপর আর মাত্র এক উইকেট! সেটাও এসে গেছে দ্রুত সময়েই। ৬৮ রানের দারুণ জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল নাজমুল হোসেন শান্তর দল। আগামী সোমবার হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।

শারজায় পিচ রিপোর্ট পড়ে পাকিস্তান কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা সম্প্রচার টেলিভিশনে বলেছিলেন, ‘২৫০ রান করুন এবং প্রতিপক্ষকে চাপে রাখুন।’ ব্যাটাররা সেটা করেছেন বটে। বাকিটা করলেন বোলাররা।

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। দারুণ শুরুর পর মাঝে কিছুটা ছন্দপতন হলেও শেষ দিকে জাকেরের ব্যাটে লড়াইয়ের ভিত পায় সফরকারীরা। ৭ উইকেটে ২৫২ রান তোলে তারা। জবাবে ৪৩.৩ ওভারে ১৮৪ রানে গুটিয়ে যায় আফগানরা। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে একাই ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেন নাজমুল। শেষ দিকে ২৭ বলে তিন ছক্কা ও এক চারে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জাকের।

মুশফিকুর রহিমের চোটে এ ম্যাচে একাদশে সুযোগ হয় জাকেরের। কিপার-ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতেও পা পড়ে তার। আগে অবশ্য টি-টোয়েন্টি ও টেস্টেও অভিষেক হয়েছিল তরুণ এই ব্যাটারের। এবার ৫০ ওভারের ক্রিকেটেও শুরুটা দারুণ করলেন তিনি। উদ্বোধনী জুটি যখন ব্যর্থ হলো আবারও। ২২ রান করে ফিরতে হলো তানজিদ হাসান তামিমের। তখন আরেক ওপেনার সৌম্য সরকারের সঙ্গে জুটি বাঁধেন নাজমুল হোসেন। ৭১ রানের এই জুটি ভাঙলে সৌম্য ফেরেন এলবিডব্লিউর ফাঁদে। পরে অবশ্য ড্রেসিংরুমে বসে রিভিউ না নেওয়ার আক্ষেপেও পুড়েছিলেন। কেননা, রিভিউ নিলে যে সে সময় আউট থেকে রক্ষা পেতেন তিনি।

মিডল অর্ডারে মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ—কেউই আস্থার প্রতিদান দিতে পারেননি। বিশেষ করে অভিজ্ঞতায় ভরপুর মাহমুদউল্লাহ খারোতের বলে যেভাবে বাউন্ডারির কাছে ক্যাচ দিয়ে ফিরলেন, তাতে আরও একবার বয়সের ভার সামনে এসে গেল তার। শেষ দিকে জাকের ও লম্বা সময় পর দলে ফেরা নাসুম আহমেদের ব্যাটে লড়াইয়ের পুঁজি মেলে বাংলাদেশের। নাসুম ২৪ বলে খেলেছেন গুরুত্বপূর্ণ ২৫ রানের ইনিংস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১১

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১২

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৩

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৪

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৫

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

১৬

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

১৭

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

১৮

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

১৯

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, গ্রেপ্তার ৪ 

২০
X