গত মার্চে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) উদ্বোধনী ম্যাচে গুরুত্বর হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়েন কেন উইলিয়ামসন। এরপর থেকে দীর্ঘসময় মাঠের বাইরে আছেন নিউজিল্যান্ড অধিনায়ক। তবে অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের দলে ফেরার আশায় অনুশীলনে ফিরেছেন কেন উইলিয়ামসন।
ইনজুরিতে থাকা উইলিয়ামসন এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি। তাই ইংল্যান্ড সফরে কিউইদের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি নিউজিল্যান্ড অধিনায়কের। তবে হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার করানো উইলিয়ামসন দলের সঙ্গেই ইংল্যান্ডে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন। সম্প্রতি নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেন কেন উইলিয়ামসন। তবে এক মাসেরও কম সময়ের মধ্যে ফিট হয়ে তিনি বিশ্বকাপ দলে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
উইলিয়ামসনকে নিয়ে আশাবাদী নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। তিনি বলেন, ‘চিকিৎসকদের কাছ থেকে সবুজ সংকেত পেলেই আমরা তার বিশ্বকাপ খেলতে যথাসাধ্য ব্যবস্থা নেব। এখনো বোলারদের মুখোমুখি হচ্ছেন না উইলিয়ামসন। আমরা তার বিষয়ে সতর্কতা অবলম্বন করছি। তিনি এখনও পুনর্বাসন পর্যায়ে রয়েছে। সময়ই বলে দেবে উইলিয়ামসন বিশ্বকাপ দলের অংশ হতে যাচ্ছেন কি না।’
ভারত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় তারকা কেন উইলিয়ামসন। কিউই অধিনায়ক ১৬১ ওয়ানডে ম্যাচে ১৩টি সেঞ্চুরিতে ৪৭.৮৩ গড়ে ৬ হাজার ৫৫৪ রান সংগ্রহ করেছেন। এই ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটার দলে না থাকলে তা হবে গতবারের রানার্সআপদের জন্য বিরাট এক ধাক্কা।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বাউন্ডারি লাইনে ক্যাচ নিতে গিয়ে ডান হাঁটু শরীরের নিচে চাপা পড়ে উইলিয়ামসনের। এরপর গুজরাট লাইন্সের হয়ে আর মাঠেই নামতে পারেনি কিউই অধিনায়ক।
মন্তব্য করুন