মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এনসিএল টি-টোয়েন্টিকে বিপিএলের প্রস্তুতি দেখছেন ক্রিকেটাররা

এনসিএলের ট্রফিরি সাথে সকল দলের অধিনায়ক । ছবি : সংগৃহীত
এনসিএলের ট্রফিরি সাথে সকল দলের অধিনায়ক । ছবি : সংগৃহীত

যুগের বিরতি কাটিয়ে নতুন আঙিকে শুরু হচ্ছে জাতীয় লিগের (এনসিএল) সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্ট। শুধুমাত্র স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আগামীকাল (১১ ডিসেম্বর) থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল মাঠ ও আউটারে চলবে ৮ দলের এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট ঘিরে ব্যাপক আয়োজন রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) আট দলের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত হয়েছে জার্সি উন্মোচন ও ‘ক্যাপ্টেন্স ডে’। আট দলের পক্ষ থেকে নিজেদের দল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জিয়াউর রহমান, সোহাগ গাজী, ইয়াসির আলি, আকবর আলিরা। সবার কথায় ঘুরে ফিরে এসেছে বিপিএল প্রসঙ্গও।

এনসিএল টি-টোয়েন্টিতে রংপুর বিভাগের নেতৃত্বে আকবর আলি। সামনে বিপিএল। তার আগে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করাতে বিসিবির প্রশংসা করে তরুণ এই কিপার ব্যাটার বলেন, ‘এটা আমাদের অনেক দিনের চাওয়া ছিল। বিপিএলের বাইরে শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনেক বছর ধরেই চাচ্ছিলাম। যেটা এবার হচ্ছে। অনেক ভালো উদ্যোগ। আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। এটা আশা করি সামনের বিপিএলেও সাহায্য করবে।’

ঢাকা মেট্রোর পেসার সুমন খান অবশ্য নিজ দলের শক্তির জায়গা তুলে ধরেছেন, ‘আমাদের দলের কম্বিনেশন সব দিক দিয়েই ভালো। খেলা যেহেতু মাঠে, মাঠেই প্রমাণ করতে চাই।’

জাতীয় লিগের দৈর্ঘ পরিসরের সংস্করণে গেল কয়েক বছর ধরেই ব্যর্থ বরিশাল বিভাগ। টি-টোয়েন্টিতে তাদের পক্ষে কি ঘুরে দাঁড়ানো সম্ভব! দলের প্রতিনিধি সোহাগ গাজী বলছেন, ‘মাঠের ক্রিকেট আসলে যারা ভালো খেলবে তাদের কাছেই যাবে ফল। আমরা চেষ্টা করব মাঠে কত ভালো খেলা যায়। ভুল ত্রুটি যত কম করা যায়।’

চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকজন টি-টোয়েন্টি তারকা ক্রিকেটার আছেন। তাদের মধ্যে ইয়াসির আলিও জাতীয় দলে লম্বা সময় খেলার অভিজ্ঞতা সম্পন্ন। নিজ দলে নিয়ে ইয়াসির বলেন, ‘কাজে দেখাই, কথা কম বলি। মাঠেই দেখাব আমরা।’চট্টগ্রাম দলের হয়ে খেলবেন তামিম ইকবালও। এটাকে বড় করে দেখছেন ইয়াসির, ‘তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটার থাকা একটা বুস্ট আপ। তিনিও চাইবেন সেরাটা যেন দিতে পারেন। তার উপস্থিতি তরুণ ক্রিকেটারদের জন্যও অনেক বড় অনুপ্রেরণা।’

রাজশাহী বিভাগের নেতৃত্বে থাকতে পারেন নাজমুল হোসেন শান্ত। চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তার। তবে ঘরোয়া এই টুর্নামেন্ট দিয়ে চোট কাটিয়ে ফেরার প্রস্তুতি নেবেন তিনি। তার দলের হয়ে প্রিতম কুমার জানিয়েছেন নিজেদের লক্ষ্যের কথা, ‘এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। এমন টুর্নামেন্ট সচরাচর হয় না। বিপিএলের বাইরে এমন একটা টুর্নামেন্ট পাওয়া আমাদের জন্য খুব ভালো টুর্নামেন্ট নিজেদের মেলে ধরার।’

এবার ঢাকা মেট্রোর নেতৃত্বে থাকা নাঈম শেখ দলের ভারসাম্য নিয়ে ভালো কিছুর আশা করছেন, ‘আমাদের দল সিনিয়র-জুনিয়র মিলে ভালো একটা সমন্বয়। আমার মনে হয় আমার দলের বোলিং আক্রমণ খুবই ভালো।’

বিপিএলের আগে এমন টুর্নামেন্টে স্বস্তি ফুটেছে তার কণ্ঠেও, ‘আমরা চাচ্ছিলাম বিপিএলের আগে এরকম একটা ঘরোয়া টুর্নামেন্ট হোক। তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

তিন জেলার ডিসিকে প্রত্যাহার

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি কবে থেকে শুরু

ডাকসুর ভোট এবার ম্যানুয়ালি গণনার জন্য উমামার লিখিত আবেদন

আরও বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ

চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে রিয়াল শিবিরে সুসংবাদ

সাতক্ষীরায় ৭ বস্তা পলিথিন পোড়ালেন ভ্রাম্যমাণ আদালত

‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা

এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক / ছয় লেনের পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১০

আদালতের বারান্দায় নৃশংস হামলা, বিচার চেয়ে কাঁদল ভুক্তভোগী পরিবার

১১

এবার হরতালের ডাক মুক্তিযোদ্ধা পরিবার-বস্তিবাসীর 

১২

বিদেশি নয়, মন টানে দেশি ছেলেই : সেমন্তী সৌমি

১৩

দুধ দিয়ে গোসল করে ২৫ বছরের সংসার ছাড়লেন লিটন

১৪

চাকসুর ভোটার তালিকায় এমফিল-পিএইচডির ৩৪৮ শিক্ষার্থী

১৫

অপরিকল্পিত সড়ক আর নানা অব্যবস্থাপনায় জলাবদ্ধ জামালপুর পৌরসভা

১৬

তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে : আনোয়ার

১৭

এশিয়া কাপে ওমানকে ৪২ রানে উড়িয়ে দিল আমিরাত

১৮

শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি / প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ

১৯

সরকারি গাড়ি নেই লালমাই এসিল্যান্ড অফিসে, ব্যাহত জনসেবা

২০
X