স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটকে হারিয়ে টেবিলের চার নম্বরে খুলনা

দুর্দান্ত খেলেছেন মিরাজ। ছবি : সংগৃহীত
দুর্দান্ত খেলেছেন মিরাজ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএল ২০২৫-এর উত্তেজনাপূর্ণ ৩২তম ম্যাচে খুলনা টাইগার্স সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে পরাজিত করে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ৭০ রানের অনবদ্য ইনিংস জয়ের ভিত্তি তৈরি করে দেয়, যেখানে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা অব্যাহত ছিল।

টস জিতে ব্যাটিং করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের ইনিংস শুরু হয় মিশ্র অনুভূতির মধ্য দিয়ে। ওপেনার রনি তালুকদার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও জর্জ মুন্সি এবং জাকির হাসান দারুণ ব্যাটিং করেন। মুন্সি ৩২ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে শক্ত ভিত্তি দেন। তাকে সঙ্গ দেন জাকির, যার ব্যাট থেকে আসে ৩২ বলে ৪৪ রান।

তবে মিডল এবং লোয়ার অর্ডারে সিলেটের ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হন। একের পর এক উইকেট হারিয়ে তারা বড় স্কোর গড়ার সুযোগ হাতছাড়া করে। খুলনার বোলারদের মধ্যে আবু হায়দার এবং সালমান ইর্শাদ ২টি করে উইকেট নিয়ে দলকে দারুণভাবে সমর্থন দেন।

২০ ওভারে সিলেট স্ট্রাইকার্স ৯ উইকেটে ১৫২ রান তুলতে সক্ষম হয়, যা মাঝারি লক্ষ্য হলেও প্রতিযোগিতার জন্য যথেষ্ট বলে মনে হচ্ছিল।

১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুলনা টাইগার্সের হয়ে ইনিংসের গোড়াপত্তন করেন মেহেদি হাসান মিরাজ এবং মোহাম্মদ নাঈম। মিরাজ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। তিনি ৫০ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন, যেখানে ছিল ৮টি চার এবং ২টি ছক্কার মার। নাঈম ২০ রান করে তাকে দারুণ সঙ্গ দেন।

সিলেটের বোলাররা মাঝে মাঝে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনতে সক্ষম হয়। নিহাদুজ্জামান এবং সুমন খান গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নিয়ে খুলনার ওপর চাপ বাড়ান। তবে মিরাজের দৃঢ় মনোভাব এবং শেষ দিকে অ্যালেক্স রস ও উইলিয়াম বোসিস্তোর কার্যকর ইনিংস খুলনাকে জয়ের দোরগোড়ায় নিয়ে যায়।

১৯.৫ ওভারে খুলনা ৪ উইকেটে ১৫৬ রান করে ম্যাচ শেষ করে।

এই জয়ে খুলনা টাইগার্সের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। অন্যদিকে, সিলেট স্ট্রাইকার্সের জন্য লিগের বাকি ম্যাচগুলোতে জয় অপরিহার্য হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছে ঝুলছিল নিখোঁজ শিশুর লাশ, পরনের প্যান্ট দিয়ে ঢাকা মুখ

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারেন খালেদা জিয়া

পাকা চুল কি সত্যিই ক্যানসার থেকে বাঁচায়? যা বলছে গবেষণা

ধানের শীষ বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়স্থল : দুলু

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল প্রাইভেট কার, পথচারী নিহত

মোয়ানার টিজারে ক্যাথরিনের চমক

কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, ৩ মাসের কারাদণ্ড

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নিয়ে এনসিপির বিবৃতি

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রযুক্তি পাচ্ছে ভারত

এমপি হতে আসিনি, শুধু দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১০

যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাব / ইউক্রেনকে ভূমি ও সামরিক শক্তি কমানোর শর্ত

১১

নতুন ক্যারিয়ার পোর্টাল ‘নেক্সটজবজ্’-এর যাত্রা শুরু

১২

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

১৩

গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

১৪

নিজ আসনে নুরের গণসংযোগ

১৫

বিচারকের ছেলে হত্যা : আসামি লিমন ফের ৫ দিনের রিমান্ডে

১৬

বিএসটিআই-এর সেবা মিলবে এখন অনলাইনে

১৭

টিভি পর্দায় রুক্মিনি মিত্র

১৮

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাবি

১৯

যশোরে এবার রস-গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

২০
X