স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

খাজার রেকর্ড ডাবল সেঞ্চুরিতে দ্বিতীয় দিনেও অজিদের দাপট

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গল টেস্টে প্রথম দুই দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিল অস্ট্রেলিয়া! উসমান খাজার দুর্দান্ত ডাবল সেঞ্চুরি, স্টিভ স্মিথ ও জশ ইংলিসের শতকে ভর করে সফরকারীরা তুলেছে রেকর্ড ৬৫৪/৬। এরপর মাত্র এক ঘণ্টার ব্যবধানে শ্রীলঙ্কার তিন টপ-অর্ডার ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতেই রেখে দিয়েছে স্টিভ স্মিথের দল।

দিনের খেলা শেষ হওয়ার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৪৪/৩, এখনো পিছিয়ে ৬১০ রান। ক্রিজে টিকে আছেন কামিন্দু মেন্ডিস (১৩*) ও দিনেশ চান্দিমাল (৯*)।

এদিকে অস্ট্রেলিয়ার ৬৫৪ রান শুধু এই টেস্টের নয়, এটি তাদের এশিয়ায় সর্বোচ্চ দলীয় সংগ্রহ! এর আগে ২০২২ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ৫৮১ রান করেছিল দলটি।

তবে এই ইনিংসের আসল নায়ক ছিলেন উসমান খাজা। ২৩২ রানের অনবদ্য ইনিংস খেলে তিনি গল টেস্টে নতুন ইতিহাস গড়েছেন। এটি শ্রীলঙ্কার মাটিতে কোনো অস্ট্রেলিয়ান ব্যাটারের সর্বোচ্চ টেস্ট স্কোর। শুরু থেকে শান্ত মেজাজে ব্যাট করে ১৫০ রান ছোঁয়ার পর শট খেলতে শুরু করেন খাওয়াজা। শেষ পর্যন্ত জয়সুরিয়ার বলে উইকেট হারানোর আগে ২৩২ রানের মহাকাব্যিক ইনিংস খেলে গেছেন তিনি।

স্টিভ স্মিথ (১৪১) ও জশ ইংলিস (১০২) মিলে খাজার ইনিংসকে সঙ্গ দিয়েছেন। ইংলিস তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন, বিশেষ করে রিভার্স সুইপ ও পুল শটে শ্রীলঙ্কার বোলারদের ভুগিয়েছেন।

অস্ট্রেলিয়া যখন ৬৫৪/৬ স্কোরবোর্ডে তুলে ইনিংস ঘোষণা করল, তখন শ্রীলঙ্কার ব্যাটারদের সামনে ছিল কঠিন এক চ্যালেঞ্জ। কিন্তু তারা সেই চ্যালেঞ্জের শুরুটা ভালোভাবে নিতে পারেননি।

ওশাদা ফার্নান্দো (৭) প্রথমেই ম্যাথু কুহনেমানের ঘূর্ণিতে এলবিডব্লিউ হন। এরপর মিচেল স্টার্কের সুইং সামলাতে পারেননি আরেক ওপেনার দিমুথ করুণারত্নে (৭), গালিতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দিন শেষে বিপর্যয় আরও বাড়ে যখন অ্যাঞ্জেলো ম্যাথুস (৭) শর্ট লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন।

শেষ বিকেলে বৃষ্টি না এলে শ্রীলঙ্কার অবস্থান আরও নাজুক হতে পারত। এখন দেখার বিষয়, তৃতীয় দিনে তারা কতটা লড়াই করতে পারে। ৬১০ রানে পিছিয়ে থেকে ম্যাচে ফিরতে পারবে কি স্বাগতিকরা, নাকি অস্ট্রেলিয়া এখান থেকেই দাপট দেখিয়ে এগিয়ে যাবে জয়ের পথে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তেজনার মধ্যেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে পাকিস্তান

নির্বাচন না করার ষড়যন্ত্র শুরু হয়েছে : দুলু

আলোকিত মানুষ তৈরি করছে পাহাড়গাঁও পাঠাগার

মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানের হিন্দুরা

রূপগঞ্জে কারখানার গ্যাসের লাইজার বিস্ফোরণ, দগ্ধ ৩

‘একদিন কাজ না করলে না খেয়ে থাকতে হবে’

টানা কয়েকদিন সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস 

ভারতের আগ্রাসী আচরণ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : পাকিস্তান

চাকরি দেওয়ার নামে পাঠানো হলো রাশিয়ার যুদ্ধে, খোঁজ নেই নাজিরের

১০

চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

১১

দলে দলে ছাত্রদলে যোগ দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা

১২

শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়ত উলামায়ে ইসলাম

১৩

১৭-তেই কিংবদন্তি হওয়ার পথে ইয়ামাল!

১৪

রাজধানীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি

১৫

এআইইউবিতে লেট’স টক উইথ দ্য ইইউ অ্যাম্বাসেডর অনুষ্ঠিত

১৬

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

১৭

রাবির রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

১৮

‘দেশ গড়ার আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’

১৯

খুনির সমর্থকরা ‘সাংবাদিক’ পরিচয় ব্যবহার বাদ দিন : মুশফিক

২০
X