স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডকে বিধ্বস্ত করেই সেমিতে প্রোটিয়ারা

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

যে অল্প অবিশ্বাস্য শঙ্কা ছিল তা দূর করে একেবারে দাপটের সঙ্গেই ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা নিশ্চিত করলো। করাচিতে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডকে মাত্র ১৭৯ রানে অলআউট করে প্রোটিয়ারা ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয়। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর হেনরিখ ক্লাসেন ও রাসি ভ্যান ডার ডুসেনের ব্যাটে ভর করেই ৩০তম ওভারের মধ্যেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

প্রথমে ব্যাট করতে নেমে ইংলিশরা শুরু থেকেই চাপে পড়ে যায়। দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেন দুর্দান্ত বোলিং করে ইংল্যান্ডের টপ-অর্ডার গুঁড়িয়ে দেন। তিনি ৩৯ রানে ৩ উইকেট নেন, যার মধ্যে ছিলেন ফিল সল্ট, জেমি স্মিথ ও বেন ডাকেট। এরপর জো রুট ও হ্যারি ব্রুক ৬২ রানের জুটি গড়লেও সেটা বেশি দূর গড়ায়নি। কেশব মহারাজ ব্রুককে ফিরিয়ে দিলে ইংল্যান্ডের ব্যাটিং ধস নামে। রুটও বেশিক্ষণ টিকতে পারেননি, উইয়ান মুলডারের বলে বোল্ড হন তিনি।

জস বাটলার ও জফরা আর্চার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও মুলডার তাদের আশা গুড়িয়ে দেন। ৭.২ ওভারে মাত্র ২৫ রানে ৩ উইকেট নিয়ে তিনি ইংল্যান্ডকে ৩৮.২ ওভারে ১৭৯ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন।

জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকাও শুরুতে কিছুটা চাপে পড়ে। জোফ্রা আর্চার পাওয়ারপ্লেতেই দুই উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। ট্রিস্টান স্টাবস মাত্র ৫ বলে শূন্য রানে আউট হন, রায়ান রিকেলটনও বেশিক্ষণ টেকেননি। তবে এরপরই দৃশ্যপট বদলে দেন রাসি ভ্যান ডার ডুসেন ও হেনরিখ ক্লাসেন।

দুজন মিলে ১২৭ রানের অনবদ্য জুটি গড়ে ইংল্যান্ডের সব আশার মৃত্যু ঘটান। ক্লাসেন ৪১ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন এবং ৬৪ রান করে আউট হন। অন্যদিকে, ভ্যান ডার ডুসেন ৭২ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন। শেষ দিকে ডেভিড মিলার ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন।

এই হারের ফলে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান হতাশাজনকভাবে শেষ হলো, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে পৌঁছে গেল দারুণ আত্মবিশ্বাস নিয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১৭৯ (৩৮.২ ওভার) – জো রুট ৩৭; উইয়ান মুলডার ৩/২৫, মার্কো জ্যানসেন ৩/৩৯, কেশব মহারাজ ২/৩৫

দক্ষিণ আফ্রিকা ১৮১/৩ (২৯.১ ওভার) – রাসি ভ্যান ডার ডুসেন ৭২*, হেনরিখ ক্লাসেন ৬৪; জোফ্রা আর্চার ২/৫৫

ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

১০

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

১১

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

১২

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১৩

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৪

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১৫

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১৬

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৭

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৮

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৯

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

২০
X