বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় নাম সাকিব আল হাসান। ক্রিকেটের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপীও তিনি জনপ্রিয়। সেজন্য ক্রিকেটের বাইরেও বেশ ব্যস্ত সময় পার করতে হয় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে সমাজ সচেতনাতামূলক কাজে সাকিবের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
মঙ্গলবার (২২ আগস্ট) সাকিব আল হাসান সমাজ সচেতনতার অংশ হিসেবে বরিশাল যান । এর আগে দুবাইয়ে এক জুয়েলারি কোম্পানির অফিস উদ্বোধন করে সোমবার (২১ আগস্ট) দেশে ফিরেছেন তিনি। আর একদিন পরেই গেলেন বরিশালে।
বরিশালের গৌরনদীতে বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেছেন তিন ফরম্যাটেই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের আলহাজ নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ব্যারিস্টার মনির হোসেন জানান, সকাল সাড়ে ১০টায় সাকিব আল হাসান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক মাঠে নামেন। এসময় গৌরনদীর সর্বস্তরের জনতা তাকে অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশ নেন।
এদিকে প্রিয় ক্রিকেটারকে এক নজর দেখতে হাসপাতাল চত্বরে হাজার হাজার ভক্ত ভিড় জমান। এসময় হাসপাতালের দোতলা থেকে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান সাকিব।
অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, বরিশালে কোনো আন্তর্জাতিক ম্যাচ বা স্থানীয় পর্যায়ের ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় তেমন একটা বরিশালে আসার সুযোগ হয়নি। মহৎ একটি কাজের উদ্দেশ্যে আসতে পেরে খুব ভালো লাগছে।
এসময় সাকিব আল হাসানের সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রনায়ক নিরব, মেকাপ আর্টিষ্ট সেলিনা মনির প্রমুখ।
কর্মসূচি শেষে দুপুরেই ঢাকা ফেরার কথা রয়েছে সাকিবের।
মন্তব্য করুন