স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০২:০৬ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পহেলগামে হামলার পর পাকিস্তানকে বিসিসিআইয়ের কড়া বার্তা

বিসিসিআই লোগো। ছবি : সংগৃহীত
বিসিসিআই লোগো। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক হামলার প্রেক্ষিতে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা সাফ জানিয়ে দিয়েছেন— ভারতের সরকার যেমন বলবে, তারা তাই মেনে চলবে এবং এই ঘটনার পরে পাকিস্তানের সঙ্গে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত।

২০১২-১৩ মৌসুমে পাকিস্তানের ভারতে সফরের পর আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি দুই দেশের মধ্যে। সর্বশেষ ভারত পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৮ সালে। শুধুমাত্র আইসিসি ইভেন্টে দুই দল একে অপরের মুখোমুখি হয়। যেমন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান এসেছিল ভারতে খেলতে। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারত পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানায় এবং সেই ম্যাচ সহ ফাইনাল পর্যন্ত অনুষ্ঠিত হয় দুবাইয়ে।

স্পোর্টস টককে দেওয়া এক সাক্ষাৎকারে রাজীব শুক্লা বলেন, ‘আমরা এই হামলার শিকার নিরীহ জনগনদের পাশে আছি এবং এটিকে তীব্রভাবে নিন্দা জানাই। সরকার যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই করব। আমরা ইতোমধ্যে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের সঙ্গে খেলি না এবং আগামীতেও খেলব না। তবে আইসিসি ইভেন্টে খেলতে হয় কারণ সেটি আইসিসির আওতাধীন।’

বিসিসিআই-এর সচিব দেবজিত সাইকিয়াও এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় নিরীহ প্রাণহানির ঘটনায় গোটা ক্রিকেট সমাজ গভীরভাবে মর্মাহত। বিসিসিআই-এর পক্ষ থেকে আমরা এই কাপুরুষোচিত ও নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

এই ঘটনার প্রেক্ষিতে বুধবার অনুষ্ঠিত আইপিএলের ম্যাচ— সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স-এর মধ্যে— বিশেষভাবে পরিচালনা করা হয়। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয় রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, ধারাভাষ্যকার এবং সাপোর্ট স্টাফ সবাই কালো বাহুবন্ধনী পরেন শোক প্রকাশের অংশ হিসেবে।

ম্যাচ চলাকালে ধারাভাষ্যকাররাও এই শ্রদ্ধা জানানো উদ্যোগের কথা তুলে ধরেন এবং জাতির শোকের মুহূর্তকে সম্মান জানান। এদিন ম্যাচে কোনো ডিজে, চিয়ারলিডার, আতশবাজি বা উদযাপন সংগঠিত হয়নি— বিসিসিআই পুরো ম্যাচকে নিঃশব্দ ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজনের সিদ্ধান্ত নেয়, যা নিহতদের প্রতি একটি শ্রদ্ধাজ্ঞাপন হিসেবে বিবেচিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শেখ হাসিনার ফাঁসি কার্যকর হলে শহীদদের আত্মা শান্তি পাবে’

‘ছেলের কথা শুনতে পারলে কলিজাটায় শান্তি লাগতো’

প্রচণ্ড মাথাব্যথা? দূর করবেন যেভাবে

প্রযোজকের কু-প্রস্তাবের শিকার পায়েল

যুবদল নেতা কিবরিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি আমিনুলের

চবির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / বিশ্ববিদ্যালয় দিবসে চালু ছিল ক্লাস-পরীক্ষা, হয়নি আলাদা আয়োজন 

আদালতের নিরাপত্তা বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

পারিবারিক কলহ, স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

স্ত্রীসহ মহীউদ্দীন খান আলমগীরেরর ৩৩ ব্যাংক হিসাব ফ্রিজ 

খুলনা শিশু হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ

১০

অক্টোবর মাসে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ, আহত ৫৮৯ 

১১

হবিগঞ্জ হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি

১২

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, হিমেল হাওয়ার দাপট

১৩

আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি, শিক্ষকের শূন্যপদের চাহিদা চাইল এনটিআরসিএ

১৪

‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

১৫

দশ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ড : ডিএমপি

১৬

বিদেশি তরুণীকে একা পেয়ে কুপ্রস্তাব-অশালীন আচরণ, যুবক গ্রেপ্তার

১৭

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এভারকেয়ার হাসপাতালের র‍্যালি 

১৮

মারা গেলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী

১৯

এবার পিএসজির কাছে প্রায় চার হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি এমবাপ্পের

২০
X