স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পিএসএলে ভারতীয় টেকনিক্যাল টিমকে সরিয়ে নিতে নির্দেশ, অনিশ্চয়তায় সম্প্রচার

পিএসএলের লোগো। ছবি : সংগৃহীত
পিএসএলের লোগো। ছবি : সংগৃহীত

পহেলগামে হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, পিএসএলের সম্প্রচার ও প্রোডাকশন টিমে কাজ করা ভারতীয় নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, দেশ ছাড়ার আগ পর্যন্ত তাদের চলাফেরা সীমিত রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

পিসিবি-র সংশ্লিষ্ট সূত্র পিটিআইকে জানিয়েছে, পিএসএলের সম্প্রচার ও প্রোডাকশন টিমে প্রায় দুই ডজনের বেশি ভারতীয় পেশাদার রয়েছেন। তাদের মধ্যে ক্যামেরাম্যান, ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ম্যানেজার ও প্লেয়ার ট্র্যাকিং এক্সপার্ট রয়েছেন, যারা টুর্নামেন্টের উচ্চমান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তবে এখন পিসিবি এবং সম্প্রচারের দায়িত্বপ্রাপ্ত কনগ্লোমারেট মিলিতভাবে ভারতীয় সদস্যদের বিকল্প খোঁজার প্রক্রিয়া শুরু করেছে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়ায় তাদের দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ বৈঠক শেষে ঘোষণা করেছে, পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করতে হবে।

এদিকে, পিএসএল সম্প্রচার নিয়ে ভারতে বড় ধাক্কা এসেছে। ভারতের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড (FanCode) তাদের ওয়েবসাইট থেকে পিএসএলের সব ধরনের কনটেন্ট সরিয়ে দিয়েছে। পিএসএলের প্রথম ১৩টি ম্যাচ ফ্যানকোডে সম্প্রচারিত হলেও শুক্রবার সকাল থেকেই সেই কনটেন্টে প্রবেশ করলে ‘Error’ পেজ দেখা যাচ্ছিল এবং পরে সব ম্যাচের ভিডিও মুছে ফেলা হয়।

পাহলগাম হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর থেকেই এই পদক্ষেপগুলোর সূত্রপাত। ভারত সরকার ইতোমধ্যে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সব ধরনের ভিসা— এমনকি চিকিৎসা ভিসাও— বাতিল করেছে এবং পাকিস্তানিদের জন্য ভিসা পরিষেবা সাময়িকভাবে স্থগিত রেখেছে।

বর্তমান পরিস্থিতিতে ভারতীয় প্রযোজক দলের সরিয়ে নেওয়া ও সম্প্রচার সংস্থার কনটেন্ট মুছে ফেলার মতো সিদ্ধান্তে পিএসএলের ভবিষ্যৎ সম্প্রচারে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবপাচারকারী ফখরুলের পক্ষে সাফাই  / সাংবাদিকদের প্রশ্নের মুখে দ্রুত সভা শেষ করলেন আয়োজকরা

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া আসর আয়োজনের ভাবনা আমিনুল হকের

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজিরবিহীন আইন করল রাশিয়া

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে : ১২ দলীয় জোট

যুবদল নেতা কিবরিয়াকে কারা হত্যা করেছে, জানাল র‌্যাব

আদালতে পিবিআইর চার্জশিট, আত্মহত্যা করেছিলেন দুদকের পিপি নওরোজ

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

ফোবানা বৃত্তি পেলেন নূর নবীসহ জবির পাঁচ শিক্ষার্থী

১০

পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে প্রাণ গেল ট্রাকচালকের

১১

পুত্রসন্তানকে প্রকাশ্যে আনলেন পরিণীতি-রাঘব

১২

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

১৩

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

১৪

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৫

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

১৬

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

১৭

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

১৮

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৯

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

২০
X