সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজে ফিরতে আশাবাদী অঙ্কনরা

বাংলাদেশ ‘এ’ দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ‘এ’ দল । ছবি: সংগৃহীত

ব্যাটিং ব্যর্থতায় সিলেটে চার দিনের প্রথম ম্যাচটি হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। চতুর্থ দিনের শেষ মুহূর্তে হুমড়েমুচড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। এতেই ১-০ ব্যবধানে এগিয়ে রইল নিউজিল্যান্ড ‘এ’ দল। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার অপেক্ষায় তারা। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি খেলতে নামবেন তারা। সোমবার (১৯ মে) ম্যাচ ঘিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন জানিয়েছেন, সিরিজ জিততে আশাবাদী তারা।

কিউইদের বিপক্ষে সাদা বলের সিরিজে দাপুটে পারফর্ম করে বাংলাদেশ। লাল বলের সিরিজেও তিনদিন প্রতিপক্ষের ওপর চাপ রাখতে পেরেছিলেন তারা। কিন্তু শেষ দিনে এসে খৈ হারিয়ে বসে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। শেষ পর্যন্ত হারের অস্বস্তিতেই পড়তে হয়েছিল তাদের। এবার তাই ঘুরে দাঁড়াতে চান তারা। অঙ্কন বলেছেন, ‘দল হিসেবে আমরা সিরিজটা খেলছি। খুব ভালোভাবে শুরু করেছি। ওয়ানডে সিরিজে ভালো খেলেই জিতেছি। যদিও প্রথম চার দিনের ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারিনি। আমাদের পরিকল্পনা ছিল ভিন্ন, দ্বিতীয় টেস্টে ভালোভাবে ফিরতে পারব বলে আমরা আশাবাদী।’

প্রথম ম্যাচটি ছিল সিলেটে। এবার দ্বিতীয় ম্যাচ মিরপুরে। উইকেটের দিক থেকে দুটোই ভিন্ন। সেটা বাংলাদেশের ক্রিকেটারদের ভালোই জানা থাকার কথা। অঙ্কনও বললেন সেকথা, ‘ক্রিকেটে উইকেট অনেক বড় ফ্যাক্টর। সিলেটে আমরা অনেক দিন ধরে ছিলাম, তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। মিরপুরের উইকেট সম্পর্কে আমরা সবাই জানি। কী ধরনের কন্ডিশন ও চ্যালেঞ্জ আসতে পারে, তা নিয়েও ধারণা আছে। আমাদের লক্ষ্য সব সময়ই ম্যাচ জেতা। প্রথম ম্যাচে আমাদের ম্যাচ পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন না করায় ওরা ফিরে এসেছে।’

অঙ্কন কিপার ব্যাটার হলেও এ দলে খেলছেন শুধু ব্যাটার হিসেবে। দলে আরও দুজনের রোল একই। উইকেটের পেছনে থাকা অধিনায়ক সোহান ছাড়াও আছেন জাকির হাসানও। অর্থাৎ এই এক পজিশনের জন্য অনেকেই তৈরি। এ ধরনের প্রতিযোগিতা উপভোগ করেন অঙ্কনরা, ‘আমার তো মনে হয় এটা প্রতিটি বিভাগে থাকা উচিত। আপনি যদি দেখেন বাইরের দেশেও এমন অনেক খেলোয়াড়ই একটা পজিশনের জন্য খেলে। এটা আমাদের অনেক অনুপ্রাণিত করে নিজেদের কীভাবে আরও ভালো পারফর্ম করে কখনো সুযোগ এলে ভালো করতে পারি।’

এ ছাড়াও জাতীয় দলে খেলার আগে ‘এ’ দলের সিরিজের মাধ্যমে নিজেদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে মনোযোগ বাড়ে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাংলাদেশের ফ্রন্টলাইন কারিগর হবে কারিগরির শিক্ষার্থীরা : শিক্ষা উপদেষ্টা

দুবাইয়ে অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসার সুযোগ

জুলাই সনদ দিতে কোনো টালবাহানা মানা হবে না : নাহিদ

হত্যা মামলায় আইভী দুই দিনের রিমান্ডে

পদ্মার চার ইলিশ বিক্রি ৪১ হাজারে

প্রেসক্লাবে হামলা / মিথ্যা কাউন্টার মামলায় সাংবাদিকদের জামিন

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের পদত্যাগ দাবি, ২১ দিন ধরে অচল রেজিস্ট্রি অফিস

ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠিন বার্তা যোদ্ধাদের

আমরা দেশের মানুষের জন্য যা ভালো তাই করছি : ফয়েজ তৈয়ব

২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় কত, জানালেন এনবিআর চেয়ারম্যান

১০

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকার এফডিআর ফ্রিজ

১১

ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

১২

দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক 

১৩

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

১৪

বিএনপির ৩১ দফা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারভেজের উঠান বৈঠক 

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি 

১৬

বৃদ্ধাকে মারধর করে টাকা ‘লুটে নিলেন’ জাসাস নেতা

১৭

মাইমুনা হত্যার প্রতিবাদে জবিতে মানববন্ধন

১৮

গাজায় ক্ষুধা ‘দুর্ভিক্ষ’ নয়, বরং পরিকল্পিত যুদ্ধকৌশল

১৯

জুলাই সনদের জন্য ৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে : নাহিদ 

২০
X