স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০১:১৭ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চোট থেকে ফেরার পথে বাংলাদেশের পেস ত্রয়ী

লঙ্কানদের বিপক্ষে দেখা যেতে পারে টাইগার পেস ত্রয়ীকে। ছবি : সংগৃহীত
লঙ্কানদের বিপক্ষে দেখা যেতে পারে টাইগার পেস ত্রয়ীকে। ছবি : সংগৃহীত

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের শিবিরে এসেছে স্বস্তির খবর—চোটে থাকা মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম মাঠে ফিরছেন ধীরে ধীরে। শনিবার (২১ জুন) চট্টগ্রামে অনুশীলনের সময় পূর্ণ গতিতে বোলিং করতে দেখা গেছে এই পেস ত্রয়ীকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে তাদের অন্তর্ভুক্তি এখনো নিশ্চিত নয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ইনজুরি কাটিয়ে ফেরা এই তিন পেসারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য দুটি ইনট্রা-স্কোয়াড ম্যাচের পর। ম্যাচ দুটি হবে যথাক্রমে ২৩ ও ২৫ জুন।

এক বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘তারা পূর্ণ গতিতে বল করেছে, যা ভালো লক্ষণ। তবে এটা মাথায় রাখতে হবে যে, তারা সবাই ইনজুরি থেকে ফিরছে। ম্যাচ খেলার মতো ফিট কি না, তা ইনট্রা-স্কোয়াড ম্যাচের পরই বলা যাবে। এখন পর্যন্ত তারা বোলিংয়ের পর কোনো অভিযোগ করেনি, এটা ইতিবাচক।’

মুস্তাফিজের আঙুলে চোট লেগেছিল গত আইপিএল ২০২৫ মৌসুমে। সেই কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করেছেন তিনি। তাসকিন লড়ছিলেন গোড়ালির ইনজুরির সঙ্গে। অন্যদিকে শরিফুল পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে যান মাংসপেশির চোটে। এমআরআই পরীক্ষায় ধরা পড়ে ডান পায়ের রেক্টাস ফেমোরিস মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন।

চলমান টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে—যা অনুষ্ঠিত হবে ২, ৫ ও ৮ জুলাই। প্রথম দুটি ম্যাচ হবে কলম্বোয় এবং তৃতীয়টি পাল্লেকেলেতে।

এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই; ম্যাচ তিনটি হবে পাল্লেকেলে, ডাম্বুলা ও কলম্বোয়।

বাংলাদেশের সাম্প্রতিক সাদা বলের পারফরম্যান্সে পেসারদের অবদান ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু একে একে ইনজুরিতে পড়ায় অনেক ম্যাচেই খেলতে পারেননি দলের প্রধান তিন পেসার। তাসকিনের গতি, মুস্তাফিজের কাটার ও শরিফুলের বাঁহাতি ভ্যারিয়েশন—এই তিন পেসার ফেরায় বাংলাদেশ পাবে ভারসাম্যপূর্ণ আক্রমণভাগ।

বিশেষ করে শ্রীলঙ্কার কন্ডিশনে পেসারদের ভালো বোলিংয়ের সম্ভাবনা অনেক বেশি, তাই এই ইনট্রা-স্কোয়াড ম্যাচগুলো শুধু প্রস্তুতির জায়গা নয়, বরং শ্রীলঙ্কা সফরের সাফল্যের মঞ্চ তৈরি করে দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার

১০

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

১১

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ : সালাউদ্দিন বাবু

১২

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

১৪

বাংলাদেশের পরিবর্তনে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

১৫

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় পাবিপ্রবি পেল ২ কোটি ৩৫ লাখ টাকা

১৬

বিশ্বকাপের আগে ‘মিনি হসপিটাল’ দক্ষিণ আফ্রিকা

১৭

বিশ্বকাপে কঠিন হলো বাংলাদেশের পথ

১৮

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ক্যালিফোর্নিয়ায় দোয়া মাহফিল

১৯

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই বিএনপি সাধারণ মানুষের পাশে রয়েছে : দিপু

২০
X