স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০১:১৭ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চোট থেকে ফেরার পথে বাংলাদেশের পেস ত্রয়ী

লঙ্কানদের বিপক্ষে দেখা যেতে পারে টাইগার পেস ত্রয়ীকে। ছবি : সংগৃহীত
লঙ্কানদের বিপক্ষে দেখা যেতে পারে টাইগার পেস ত্রয়ীকে। ছবি : সংগৃহীত

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের শিবিরে এসেছে স্বস্তির খবর—চোটে থাকা মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম মাঠে ফিরছেন ধীরে ধীরে। শনিবার (২১ জুন) চট্টগ্রামে অনুশীলনের সময় পূর্ণ গতিতে বোলিং করতে দেখা গেছে এই পেস ত্রয়ীকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে তাদের অন্তর্ভুক্তি এখনো নিশ্চিত নয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ইনজুরি কাটিয়ে ফেরা এই তিন পেসারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য দুটি ইনট্রা-স্কোয়াড ম্যাচের পর। ম্যাচ দুটি হবে যথাক্রমে ২৩ ও ২৫ জুন।

এক বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘তারা পূর্ণ গতিতে বল করেছে, যা ভালো লক্ষণ। তবে এটা মাথায় রাখতে হবে যে, তারা সবাই ইনজুরি থেকে ফিরছে। ম্যাচ খেলার মতো ফিট কি না, তা ইনট্রা-স্কোয়াড ম্যাচের পরই বলা যাবে। এখন পর্যন্ত তারা বোলিংয়ের পর কোনো অভিযোগ করেনি, এটা ইতিবাচক।’

মুস্তাফিজের আঙুলে চোট লেগেছিল গত আইপিএল ২০২৫ মৌসুমে। সেই কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করেছেন তিনি। তাসকিন লড়ছিলেন গোড়ালির ইনজুরির সঙ্গে। অন্যদিকে শরিফুল পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে যান মাংসপেশির চোটে। এমআরআই পরীক্ষায় ধরা পড়ে ডান পায়ের রেক্টাস ফেমোরিস মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন।

চলমান টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে—যা অনুষ্ঠিত হবে ২, ৫ ও ৮ জুলাই। প্রথম দুটি ম্যাচ হবে কলম্বোয় এবং তৃতীয়টি পাল্লেকেলেতে।

এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই; ম্যাচ তিনটি হবে পাল্লেকেলে, ডাম্বুলা ও কলম্বোয়।

বাংলাদেশের সাম্প্রতিক সাদা বলের পারফরম্যান্সে পেসারদের অবদান ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু একে একে ইনজুরিতে পড়ায় অনেক ম্যাচেই খেলতে পারেননি দলের প্রধান তিন পেসার। তাসকিনের গতি, মুস্তাফিজের কাটার ও শরিফুলের বাঁহাতি ভ্যারিয়েশন—এই তিন পেসার ফেরায় বাংলাদেশ পাবে ভারসাম্যপূর্ণ আক্রমণভাগ।

বিশেষ করে শ্রীলঙ্কার কন্ডিশনে পেসারদের ভালো বোলিংয়ের সম্ভাবনা অনেক বেশি, তাই এই ইনট্রা-স্কোয়াড ম্যাচগুলো শুধু প্রস্তুতির জায়গা নয়, বরং শ্রীলঙ্কা সফরের সাফল্যের মঞ্চ তৈরি করে দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোয়ানার টিজারে ক্যাথরিনের চমক

কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, ৩ মাসের কারাদণ্ড

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নিয়ে এনসিপির বিবৃতি

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রযুক্তি পাচ্ছে ভারত

এমপি হতে আসিনি, শুধু দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাব / ইউক্রেনকে ভূমি ও সামরিক শক্তি কমানোর শর্ত

নতুন ক্যারিয়ার পোর্টাল ‘নেক্সটজবজ্’-এর যাত্রা শুরু

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

নিজ আসনে নুরের গণসংযোগ

১০

বিচারকের ছেলে হত্যা : আসামি লিমন ফের ৫ দিনের রিমান্ডে

১১

বিএসটিআই-এর সেবা মিলবে এখন অনলাইনে

১২

টিভি পর্দায় রুক্মিনি মিত্র

১৩

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাবি

১৪

যশোরে এবার রস-গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

১৫

স্কুলে ভর্তির আবেদন শুরু শুক্রবার, কীভাবে করা যাবে জানাল মাউশি

১৬

মানব পাচার মোকাবিলায় বিচারিক প্রক্রিয়ার সহায়তায় বেঞ্চবুক উদ্বোধন

১৭

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ

১৮

খুলনায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৯

সোনমের ঘরে আসছে নতুন অতিথি

২০
X