স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০১:১৭ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চোট থেকে ফেরার পথে বাংলাদেশের পেস ত্রয়ী

লঙ্কানদের বিপক্ষে দেখা যেতে পারে টাইগার পেস ত্রয়ীকে। ছবি : সংগৃহীত
লঙ্কানদের বিপক্ষে দেখা যেতে পারে টাইগার পেস ত্রয়ীকে। ছবি : সংগৃহীত

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের শিবিরে এসেছে স্বস্তির খবর—চোটে থাকা মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম মাঠে ফিরছেন ধীরে ধীরে। শনিবার (২১ জুন) চট্টগ্রামে অনুশীলনের সময় পূর্ণ গতিতে বোলিং করতে দেখা গেছে এই পেস ত্রয়ীকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে তাদের অন্তর্ভুক্তি এখনো নিশ্চিত নয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ইনজুরি কাটিয়ে ফেরা এই তিন পেসারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য দুটি ইনট্রা-স্কোয়াড ম্যাচের পর। ম্যাচ দুটি হবে যথাক্রমে ২৩ ও ২৫ জুন।

এক বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘তারা পূর্ণ গতিতে বল করেছে, যা ভালো লক্ষণ। তবে এটা মাথায় রাখতে হবে যে, তারা সবাই ইনজুরি থেকে ফিরছে। ম্যাচ খেলার মতো ফিট কি না, তা ইনট্রা-স্কোয়াড ম্যাচের পরই বলা যাবে। এখন পর্যন্ত তারা বোলিংয়ের পর কোনো অভিযোগ করেনি, এটা ইতিবাচক।’

মুস্তাফিজের আঙুলে চোট লেগেছিল গত আইপিএল ২০২৫ মৌসুমে। সেই কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করেছেন তিনি। তাসকিন লড়ছিলেন গোড়ালির ইনজুরির সঙ্গে। অন্যদিকে শরিফুল পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে যান মাংসপেশির চোটে। এমআরআই পরীক্ষায় ধরা পড়ে ডান পায়ের রেক্টাস ফেমোরিস মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন।

চলমান টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে—যা অনুষ্ঠিত হবে ২, ৫ ও ৮ জুলাই। প্রথম দুটি ম্যাচ হবে কলম্বোয় এবং তৃতীয়টি পাল্লেকেলেতে।

এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই; ম্যাচ তিনটি হবে পাল্লেকেলে, ডাম্বুলা ও কলম্বোয়।

বাংলাদেশের সাম্প্রতিক সাদা বলের পারফরম্যান্সে পেসারদের অবদান ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু একে একে ইনজুরিতে পড়ায় অনেক ম্যাচেই খেলতে পারেননি দলের প্রধান তিন পেসার। তাসকিনের গতি, মুস্তাফিজের কাটার ও শরিফুলের বাঁহাতি ভ্যারিয়েশন—এই তিন পেসার ফেরায় বাংলাদেশ পাবে ভারসাম্যপূর্ণ আক্রমণভাগ।

বিশেষ করে শ্রীলঙ্কার কন্ডিশনে পেসারদের ভালো বোলিংয়ের সম্ভাবনা অনেক বেশি, তাই এই ইনট্রা-স্কোয়াড ম্যাচগুলো শুধু প্রস্তুতির জায়গা নয়, বরং শ্রীলঙ্কা সফরের সাফল্যের মঞ্চ তৈরি করে দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X