স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৯:৪৭ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

মিরপুরের পিচে ক্ষুব্ধ পাকিস্তান কোচ

পাকিস্তান কোচ মাইক হেসন। ছবি : সংগৃহীত
পাকিস্তান কোচ মাইক হেসন। ছবি : সংগৃহীত

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর বাংলাদেশের উইকেট নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করলেন পাকিস্তান দলের হোয়াইট-বল প্রধান কোচ মাইক হেসন। তার মতে, আন্তর্জাতিক ম্যাচের জন্য এই ধরনের পিচ ‘অগ্রহণযোগ্য’।

প্রথম ম্যাচে পাকিস্তান ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯.৩ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ১১০ রানে। ম্যাচ শেষে হেসন ব্যাটারদের ভুল সিদ্ধান্ত স্বীকার করলেও, সেইসঙ্গে প্রশ্ন তোলেন এই পিচের মান নিয়ে।

‘আমি মনে করি, এটা কারও জন্যই আদর্শ নয়,’ বলেন হেসন।

‘দলগুলো এখন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। এই পিচে খেলা মোটেও গ্রহণযোগ্য নয়। অবশ্য, আমরা যেভাবে ব্যাটিং করেছি, তার কোনো অজুহাত নেই। কিন্তু এই পিচ আন্তর্জাতিক মানের নয়।’

পাওয়ারপ্লের আগেই ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। ফখর জামান কিছুটা আগ্রাসী শুরু দিলেও তা ভুল ইঙ্গিত দেয় দলের বাকি ব্যাটারদের। ব্যর্থ হয়েন মিডল অর্ডারের অনেকেই, তার ওপর যুক্ত হয় তিনটি রানআউট।

হেসন বলেন, ‘ফখর শুরুতে ক'টা ভালো শট খেলেছিল, তাতে আমরা হয়তো ভুল বার্তা পেয়েছিলাম। মিডল ওভারে আমরা বাজে শট বেছে নিই। যখন বল হঠাৎ করে সিম করে উঠছিল, তখন আমরা ঝুঁকি সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি।’

তবে বাংলাদেশের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন হেসনের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। ম্যাচ জেতানো হাফ-সেঞ্চুরির পর ইমন বলেন, ‘আমাদের তো পিচ নিয়ে কোনো সমস্যা হয়নি। আমরা ১৬ ওভারের মধ্যেই রান তাড়া করে ফেলেছি। পুরো ২০ ওভার ব্যাট করলে ১৫০-১৬০ রানও উঠতো। মনে হয় ওরা মানিয়ে নিতে পারেনি, আমরা পেরেছি।’

তবুও হেসনের সাফ কথা, এ ধরনের উইকেট আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটারদের গড়ে তোলার পথে বাধা হয়ে দাঁড়ায়।

‘ভালো ক্রিকেটার তৈরির জন্য ভালো উইকেট দরকার। বিপিএলে কিছু ভালো উইকেট ছিল, সেটা মানি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এটি পর্যাপ্ত নয়,’ বলেন হেসন।

‘বাংলাদেশ দল যখন বিদেশে যায়, তখন এই উইকেট তাদের প্রস্তুতির ক্ষেত্রে কোনো সাহায্য করে না। আবার যারা বিদেশি দল, তাদের জন্যও এটা অসুবিধাজনক। আপনি কখনো নিশ্চিত হতে পারবেন না—এই পিচে ১০০ রান ভালো স্কোর, না ১৫০। এটা কারো জন্যই ভালো নয়।’

তবে হেসন শেষ কথায় নিজেদের দায়ও এড়াতে চাননি, ‘যে পিচই হোক, আমাদের ভালো খেলতেই হবে। দল হিসেবে সেটা নিয়ে আমরা ভাবব।’

সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল চলাচল স্বাভাবিক

কোয়াব নির্বাচনের পর চূড়ান্ত পদ তালিকা: কে পেলেন কোন পদ?

অস্থিরতার মধ্যে দেশত্যাগ করলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

জাতিসংঘ ফেব্রুয়ারির নির্বাচনকে পূর্ণ সমর্থন করে : গুইন লুইস

গৃহবধূকে বিয়ের প্রস্তাব দেন সোহেল, রাজি না হওয়ায় হত্যা

চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ রোববার, দেখা যাবে বাংলাদেশ থেকেও

সুখবর পেলেন পাকিস্তানের কারাবন্দি নেতা ইমরান খান

পাহাড়িয়াদের ঘরছাড়া করার পরিকল্পনা ভেস্তে গেছে, হচ্ছে না ভোজ

পাকিস্তানে রাজনৈতিক দলের জনসভায় বোমা হামলা, নিহত ১৫

জাগপা সভাপতি লুৎফরের খোঁজ নিলেন জামায়াত নেতারা

১০

নির্বাচনী জোয়ারে আ.লীগের সব ষড়যন্ত্র ভেসে যাবে : গয়েশ্বর 

১১

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

১২

বাসচাপায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৩

বিচারকের সামনে সাংবাদিক মারধরে জড়িত আইনজীবীদের বিচারের দাবি সিআরইউর 

১৪

নির্বাচন বানচালের সব ষড়যন্ত্রই রুখে দিতে হবে : নীরব

১৫

জনগণ যদি বলে পিআর লাগবে না, জামায়াত সেটাকে শ্রদ্ধা করবে : গোলাম পরওয়ার

১৬

রাকসু ঘিরে সরগরম ক্যাম্পাস, জয়-পরাজয়ের ৪ ফ্যাক্টর

১৭

ঢাকা উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা, সম্পাদক তামান্না

১৮

সাংবাদিক নেতা কাদের গণির বড় ভাইয়ের মৃত্যু

১৯

যে ৬ ভুলের কারণে ল্যাপটপের ব্যাটারির ক্ষমতা কমে

২০
X