স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৯:৪৭ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

মিরপুরের পিচে ক্ষুব্ধ পাকিস্তান কোচ

পাকিস্তান কোচ মাইক হেসন। ছবি : সংগৃহীত
পাকিস্তান কোচ মাইক হেসন। ছবি : সংগৃহীত

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর বাংলাদেশের উইকেট নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করলেন পাকিস্তান দলের হোয়াইট-বল প্রধান কোচ মাইক হেসন। তার মতে, আন্তর্জাতিক ম্যাচের জন্য এই ধরনের পিচ ‘অগ্রহণযোগ্য’।

প্রথম ম্যাচে পাকিস্তান ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯.৩ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ১১০ রানে। ম্যাচ শেষে হেসন ব্যাটারদের ভুল সিদ্ধান্ত স্বীকার করলেও, সেইসঙ্গে প্রশ্ন তোলেন এই পিচের মান নিয়ে।

‘আমি মনে করি, এটা কারও জন্যই আদর্শ নয়,’ বলেন হেসন।

‘দলগুলো এখন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। এই পিচে খেলা মোটেও গ্রহণযোগ্য নয়। অবশ্য, আমরা যেভাবে ব্যাটিং করেছি, তার কোনো অজুহাত নেই। কিন্তু এই পিচ আন্তর্জাতিক মানের নয়।’

পাওয়ারপ্লের আগেই ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। ফখর জামান কিছুটা আগ্রাসী শুরু দিলেও তা ভুল ইঙ্গিত দেয় দলের বাকি ব্যাটারদের। ব্যর্থ হয়েন মিডল অর্ডারের অনেকেই, তার ওপর যুক্ত হয় তিনটি রানআউট।

হেসন বলেন, ‘ফখর শুরুতে ক'টা ভালো শট খেলেছিল, তাতে আমরা হয়তো ভুল বার্তা পেয়েছিলাম। মিডল ওভারে আমরা বাজে শট বেছে নিই। যখন বল হঠাৎ করে সিম করে উঠছিল, তখন আমরা ঝুঁকি সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি।’

তবে বাংলাদেশের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন হেসনের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। ম্যাচ জেতানো হাফ-সেঞ্চুরির পর ইমন বলেন, ‘আমাদের তো পিচ নিয়ে কোনো সমস্যা হয়নি। আমরা ১৬ ওভারের মধ্যেই রান তাড়া করে ফেলেছি। পুরো ২০ ওভার ব্যাট করলে ১৫০-১৬০ রানও উঠতো। মনে হয় ওরা মানিয়ে নিতে পারেনি, আমরা পেরেছি।’

তবুও হেসনের সাফ কথা, এ ধরনের উইকেট আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটারদের গড়ে তোলার পথে বাধা হয়ে দাঁড়ায়।

‘ভালো ক্রিকেটার তৈরির জন্য ভালো উইকেট দরকার। বিপিএলে কিছু ভালো উইকেট ছিল, সেটা মানি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এটি পর্যাপ্ত নয়,’ বলেন হেসন।

‘বাংলাদেশ দল যখন বিদেশে যায়, তখন এই উইকেট তাদের প্রস্তুতির ক্ষেত্রে কোনো সাহায্য করে না। আবার যারা বিদেশি দল, তাদের জন্যও এটা অসুবিধাজনক। আপনি কখনো নিশ্চিত হতে পারবেন না—এই পিচে ১০০ রান ভালো স্কোর, না ১৫০। এটা কারো জন্যই ভালো নয়।’

তবে হেসন শেষ কথায় নিজেদের দায়ও এড়াতে চাননি, ‘যে পিচই হোক, আমাদের ভালো খেলতেই হবে। দল হিসেবে সেটা নিয়ে আমরা ভাবব।’

সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমের কথা বিশ্বাস করবেন না : লালবাগ ডিসি 

শেখ হাসিনা খালাস পাবেন বলে মনে করেন আইনজীবী

এ মাটিতে যেন আর ভাইয়ে ভাইয়ে রক্ত না ঝরে : ফারুক

কথাকাটাকাটির জেরে হাতাহাতি, সাময়িক বহিষ্কার শিক্ষার্থী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

বিয়ে করতে দিতে হবে মোটা অঙ্কের কাবিন, প্রেমিকের কাণ্ড

‘রঘু ডাকাত’-এর প্রদর্শনীতে নেই রুক্মিণী, অবশেষে মুখ খুললেন নায়িকা

৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

ইয়ারবাড পরিষ্কার করার ৫ সহজ ও কার্যকর উপায়

‘ডিডিএলজে’-র ৩০ বছর, সিমরান চরিত্র নিয়ে যা বললেন কাজল

১০

ঠাকুরগাঁওয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

সল্ট-ব্রুকের তাণ্ডবে ইংল্যান্ডের বড় জয়

১২

সেই বাংলাদেশি পর্নো তারকা যুগল নিয়ে যে তথ্য দিল সিআইডি

১৩

আজানের মধ্যেই ইমামের টাকা নিয়ে গেল চোর

১৪

ফরিদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৫

মায়ের অনুপস্থিতিতে দীপাবলিতে বাড়ি সাজাল শুভশ্রী কন্যা

১৬

ত্রিশালে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৭

বগুড়ায় সারজিস আলমের অনুষ্ঠানের ভেন্যুতে একাধিক ককটেল বিস্ফোরণ

১৮

প্রধান উপদেষ্টার কাছে ছেলে হত্যার বিচার চাইলেন জুবায়েদের বাবা

১৯

নির্বাচনে সেনাবাহিনী যে ক্ষমতায় থাকবে, জানালেন ইসি সচিব

২০
X