ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

লিটনের পাকিস্তান যাওয়ার কথা শুনে হতবাক পাপন

লিটনের পাকিস্তান যাওয়ার খবরে হতবাক পাপন। ছবি : সংগৃহীত
লিটনের পাকিস্তান যাওয়ার খবরে হতবাক পাপন। ছবি : সংগৃহীত

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। আর এদিকে জ্বরের কারণে এশিয়া কাপের গ্রুপপর্ব থেকে ছিটকে পড়া ‍লিটন দাসও সেরে উঠেছেন। যার কারণে লিটন এবার সুপার ফোরের ম্যাচ খেলতে পাকিস্তান যাচ্ছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। তবে এই খবর জানতেনই না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

লিটন দাসের পাকিস্তান যাত্রার কথা শুনে রীতিমতো আকাশ থেকে পড়লেন বিসিবি সভাপতি। টাইগার ওপেনার যে এশিয়া কাপ খেলতে পাকিস্তান রওনা দিচ্ছেন তাও জানতেন না বলে দাবি করেছেন তিনি।

আজ সকালে সংবাদ মাধ্যমে খবর বের হয়, এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াডের সঙ্গে যোগ দিতে রাতেই পাকিস্তানের উদ্দেশে উড়াল দিচ্ছেন লিটন। তাকে দলে অন্তর্ভুক্ত করার জন্য এখনও কাজ চলছে। কিন্তু বিকেলে সাংবাদিকদের কাছে এই খবর জেনে হতবাক বিসিবি সভাপতি। এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি।

সাংবাদিকদের সামনে বিশ্বকাপের দল নিয়ে কথা বলতে আসলেও প্রসঙ্গত উঠে আসে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের কথা।

সেখানে লিটন দাস যে সুপার ফোরে খেলতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন এমন কথা শুনে পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে, আমার জানা নেই- ও (লিটন) আজকে যাচ্ছে। ও যে যাচ্ছে এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিচ্ছিলাম। আমি ওদের বিষয়ে প্রায়ই খোঁজ নেই। জানতে চাচ্ছিলাম, ওর আপডেটটা কী? তবে ও যে যাচ্ছে, এ বিষয়ে আমি কিছুই জানি না। আমার মনে হয় না ও যাচ্ছে, কারণ গেলে তো আমি জানতাম।’

এরপর সাংবাদিকরা তাকে জানান, আজ রাত ৯টা ১৫-এর ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ছেন লিটন। এ কথা শুনেই আকাশ থেকে পড়লেন পাপন। তার মুখ থেকে বিস্ময়ে বেরিয়ে আসে, ‘ও যাচ্ছে!’

তিনি বলেন, ‘আশ্চর্য, আজকে আমার সঙ্গে এখানে তো আমাদের সিলেক্টররাও আসছিল। ওরাও তো বলল না।’

তবে এভাবে বিনা নোটিশে লিটন কীভাবে পাকিস্তানে যাবেন এবং এশিয়া কাপে অংশ নেবেন তা বোধগম্য হচ্ছে না পাপনের। তিনি বলেন, ‘কীভাবে যাবে! অনুমোদন (বিসিবির) ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদনও তো লাগবে। আমার কাছে বিষয়টি বোধগম্য হচ্ছে না। ওখানে অধিনায়ক, কোচ, রাজ্জাক (নির্বাচক আব্দুর রাজ্জাক), জালাল ভাই (জালাল ইউনুস) আছেন, ওদের সঙ্গে আমার কথা হয়েছে, কেউ কিন্তু আমাকে কিছু বলেনি। আমি জানি না, এটা সামথিং নিউ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

১০

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১১

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১২

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১৩

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১৪

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৫

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৬

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৭

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৮

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৯

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

২০
X