স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৩:৫৬ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

তাসকিনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিসিবি

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। ২৬ জুলাই রাতে রাজধানীর মিরপুর-১ এলাকায় এক ব্যক্তিকে ফোনে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগকারীর নাম সিফাতুর রহমান সৌরভ।

ঘটনার পরপরই ভুক্তভোগী সৌরভ মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, তাসকিন আহমেদ ফোনে ডেকে এনে সৌরভকে মারধর করেন এবং শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি হুমকি দেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, তাসকিন ও সৌরভ আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছিলেন।

এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘আজ সকালে মিডিয়ায় সংবাদটি দেখি। আমাদের দুই কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল ও ফাহিম (নাজমুল আবেদিন) ভাইও বিষয়টি জেনেছেন। তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। যদি সত্যি এমন কিছু ঘটে থাকে, সেটা খুবই দুঃখজনক। একজন আইকন ক্রিকেটারের এমন ঘটনায় জড়ানো কাম্য নয়। পুরো বিষয়টি যাচাই না হওয়া পর্যন্ত আমি আর কিছু বলতে চাই না।’

তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে এবং হোয়াটসঅ্যাপে করা কলেরও কোনো উত্তর মেলেনি। একইভাবে তার বাবা আব্দুর রশিদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মাত্র কয়েক দিন আগেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তাসকিন। তবে মাঠের প্রশংসার রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরের এই বিতর্ক তাকে ঘিরে সমালোচনার মুখে ফেলেছে।

বিসিবির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত মন্তব্য না এলেও, এই ঘটনাটি দেশের ক্রিকেট অঙ্গনে অস্বস্তি তৈরি করেছে। এখন দেখার বিষয়, তদন্তে কী বেরিয়ে আসে এবং বিসিবি কী পদক্ষেপ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে’

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : মির্জা ফখরুল

খুলনায় পারভেজ মল্লিকের নেতাকর্মীর ওপর হেলালপন্থিদের হামলা

গাজীপুরের সাবেক পৌর মেয়রসহ ৫ আ.লীগ নেতা গ্রেপ্তার

স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান, সংঘর্ষে আহত ১০

গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায় প্রধান উপদেষ্টার : নাসীরুদ্দীন পাটওয়ারী

ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসের সতর্কবার্তা

সীমান্তে অভিযানে গিয়ে পাকিস্তানের ৬ সেনা নিহত

সৌদিতে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ

নভেম্বরেই গণভোটের দাবিতে ইসিতে জামায়াতসহ ৮ দল

১০

সুখবর পেলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

১১

‘বাহুবলি’ সিনেমার ‘বল্লালদেব’ এবার বাবা হতে চলেছেন

১২

জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবিতে ইসির সামনে সমাবেশ

১৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমল 

১৪

৩১ দফা এখন জাতির মুক্তির রূপরেখা : রাশেদুল আহসান রাশেদ

১৫

পালকিতে পূজা চেরি, বরণ করলেন চঞ্চল–নিশো

১৬

আয়ুষ্মান খুরানার সঙ্গে এক ফ্রেমে বাংলাদেশি ক্রিকেটার মারুফা

১৭

সিডনিতে মৃত্যুর মুখ থেকে ফিরে যা বললেন শ্রেয়াস

১৮

ভারতের যৌতুক প্রথা নিয়ে যে বার্তা দিলেন রাজকুমার রাও

১৯

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে

২০
X